Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    নতুন বিশ্ব রেকর্ড গড়লেন জো রুট, সচিনের কীর্তি গুঁড়িয়ে দেওয়ার অপেক্ষায় ইংলিশ তারকা!

    1 সপ্তাহ আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজেই নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইংলিশ ক্রিকেটার জো রুট (Joe Root World Record)। ইংল্যান্ডের এই দাপুটে ব্যাটসম্যান অ্যাশেজ সিরিজের পঞ্চম অর্থাৎ শেষ টেস্টে অর্ধশতরান করার সাথে সাথেই টেস্ট ক্রিকেট কেরিয়ারের 67তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। তাতেই তৈরি হয়েছে নতুন রেকর্ড। হিসেব বলছে, রুট যদি আর মাত্র দুটি টেস্ট হাফ সেঞ্চুরি করতে পারেন তবে তিনি ভেঙে ফেলবেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড।

    সচিনের বিশ্বরেকর্ড ভাঙার পথে রুট

    ক্রিকেটের ভগবান ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর 1989 সাল থেকে শুরু করে 2013 পর্যন্ত লাল বলের ক্রিকেটে 200টি টেস্ট খেলেছেন। এই আসরে তাঁর সেঞ্চুরির সংখ্যা 51 হলেও 68টি হাফ সেঞ্চুরি করেছেন তেন্ডুলকর। অন্যদিকে আজ পর্যন্ত 163 টেস্টে অংশ নিয়ে 41টি সেঞ্চুরি এবং 67টি হাফ সেঞ্চুরি করেছেন ইংলিশ তারকা রুট। সে ক্ষেত্রে বোঝাই যাচ্ছে, শত রানের রেকর্ড বহুদূর হলেও আর মাত্র দুটি হাফ সেঞ্চুরি করতে পারলেই টেস্ট ক্রিকেটে সচিনকেও ছাপিয়ে যাবেন ইংল্যান্ড তারকা। যদিও ইতিমধ্যেই শিবনারায়ণ চন্দ্রপলের 66 হাফ সেঞ্চুরির রেকর্ড পেরিয়ে গিয়েছেন রুট।

    অবশ্যই পড়ুন: ১৬৭০ কোটি খরচ, আজই মুড়ি গঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে নির্মাণ শেষ?

    শুধু সচিনের রেকর্ড ভাঙাই নয়, সেই সাথে টেস্ট ক্রিকেটে আরও 151 রান করে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 14 হাজার রানের মাইলফলক ছোঁয়াটাও জো রুটের অন্যতম লক্ষ্য। না বললেই নয়, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অবসরের আগে পর্যন্ত 15,921 রান করেছিলেন সচিন। এই রেকর্ড ভাঙা অবশ্য দূর কি বাত!

    অবশ্যই পড়ুন: এক ধাক্কায় ধোনির পেনশন বাড়ল ২০,০০০ টাকা, ভাতা বাবদ কত পান মাহি?

    উল্লেখ্য, রবিবার সিডনিতে সিরিজের শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাতে এক প্রকার বাধ্য হয়ে ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়া। এদিকে ব্যাট হাতে প্রথম থেকেই মাঠে কার্যত দাপট দেখাচ্ছিলেন ইংলিশ তারকা রুট। এদিন সতীর্থ হ্যারি ব্রুকের সাথে জুটি বেঁধে 154 রান পর্যন্ত তুলে ফেলেছিলেন। তবে যদি রুটের নিজস্ব রানের কথা বলা হয় সেক্ষেত্রে এদিনের ইনিংস মিলিয়ে 242 বলে 15 বাউন্ডারি সহযোগে 160 রানের অনবদ্য ইনিংস খেলেন এই জনপ্রিয় ক্রিকেটার।

    Click here to Read More
    Previous Article
    যাত্রীদের ভোগান্তি! বছরের প্রথমেই ৩ দিনের জন্য বাতিল হাওড়া ডিভিশনের ২০ টি লোকাল
    Next Article
    ৭১-এ পা দিলেন মুখ্যমন্ত্রী মমতা! সুস্বাস্থ্য কামনা করে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment