Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    নতুন বছরের শুরুতে ছাত্র বৃত্তি আর বিহু বোনাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন?

    1 সপ্তাহ আগে

    Himanta Biswa Sarma announces new schemes for students and women ahead of polls
    Himanta Biswa Sarma announces new schemes for students and women ahead of polls

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই। তার আগেই নতুন বছরের প্রথম দিনেই ছাত্র ও মহিলাদের জন্য বড় ঘোষণা করল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন, আগামী মাস থেকেই চালু হচ্ছে নতুন বৃত্তি ও আর্থিক সহায়তার প্রকল্প। এই প্রকল্পে উপকৃত হবেন লক্ষ লক্ষ ছাত্র ও মহিলা।

    ছাত্রদের জন্য নতুন প্রকল্প ‘বাবু আচনি’

    মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন, পয়লা ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ছাত্রদের জন্য নতুন প্রকল্প ‘বাবু আচনি’। এই প্রকল্পে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের প্রতি মাসে বৃত্তি হিসেবে দেওয়া হবে দু’হাজার টাকা। আর স্নাতক স্তরের ছাত্ররা পাবেন মাসে এক হাজার টাকা করে।

    কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?

    তবে এই প্রকল্প সবার জন্য নয়। যেসব ছাত্রের বাবা-মা সরকারি কর্মচারী, অথবা যাদের অভিভাবকদের বার্ষিক আয় চার লক্ষ টাকার বেশি, তারা এই প্রকল্পের আওতায় পড়বেন না। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪ সালে ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য ‘নিযুত ময়না’ প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার। সেই সময় থেকেই ছাত্রদের জন্যও অনুরূপ কোনও প্রকল্প চালুর দাবি উঠেছিল। মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হল।

    মহিলাদের জন্য বোহাগ বিহু উপহার

    অন্যদিকে, ‘অরুণোদয়’ প্রকল্পের মহিলা উপভোক্তাদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। অসমীয় নববর্ষ বোহাগ বিহু উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি রাজ্যের ৩৭ লক্ষেরও বেশি মহিলাকে বিশেষ উপহার দেওয়া হবে।

    আরও পড়ুনঃ মাধ্যমিকের সময়েই SIR চাপ, শিক্ষকদের ছাড় চেয়ে কমিশনের দ্বারস্থ রাজ্য

    কত টাকা পাবেন অরুণোদয় উপভোক্তারা?

    মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) জানিয়েছেন, বোহাগ বিহু উপলক্ষে প্রত্যেক মহিলা উপভোক্তা পাবেন তিন হাজার টাকা। পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ‘অরুণোদয়’ প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মোট আট হাজার টাকা করে দেওয়া হবে। নতুন বছরের শুরুতেই এই ঘোষণাকে ভোটের আগে ছাত্র ও মহিলাদের জন্য বড় স্বস্তি বলেই মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ভারতীয় টুর্নামেন্টে প্যালেস্টাইনের পতাকা! জম্মু-কাশ্মীরের ক্রিকেটারকে তলব করল পুলিশ
    Next Article
    নতুন বছর শুরুতেই সোনার দামে বড় চমক! আজ ১ গ্ৰাম হলুদ ধাতু কিনতে কত খরচ পড়বে জানুন…

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment