Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    নতুন বছরেই দুর্দান্ত উপহার দিল এই সংস্থা! দাম কমল CNG-র, সস্তা হল PNG-ও

    1 সপ্তাহ আগে

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকারি সেক্টরের কোম্পানি গেইল গ্যাস লিমিটেড বৃহস্পতিবার অর্থাৎ ১ জানুয়ারি রান্নার গ্যাস (PNG) এবং CNG-র দাম (CNG Price) যথাক্রমে প্রতি ঘনমিটারে ১ টাকা এবং প্রতি কেজিতে ১ টাকা কমানোর ঘোষণা করেছে। আর এর মাধ্যমেই কোম্পানিটি তার গ্রাহকদের নতুন বছরের একটি উল্লেখযোগ্য উপহার দিয়েছে। পাইপলাইন শুল্কের সাম্প্রতিক সমন্বয়ের পর এই গ্যাসের দাম হ্রাস করা হয়েছে।

    দাম কমল CNG-র (CNG Price), সস্তা হল PNG-ও:

    IGL ইতিমধ্যেই এই হ্রাস করেছে: জানিয়ে রাখি যে, একদিন আগে, দেশের বৃহত্তম শহর গ্যাস পরিবেশক ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) দিল্লি এবং NCR-এ প্রতি ঘনমিটারে ঘরোয়া PNG-র দাম ০.৭০ টাকা কমিয়েছে। এর আগে, থিঙ্ক গ্যাস CNG-তে প্রতি কেজিতে ২.৫০ টাকা এবং PNG-তে প্রতি ঘনমিটারে ৫ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছিল।

     This company has reduced the CNG price in the new year.

    নতুন দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে: উল্লেখ্য যে, গেল ইন্ডিয়া লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান গেল গ্যাস লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে যে, বৃহস্পতিবার থেকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান এবং ওড়িশায় নতুন গ্যাসের দাম কার্যকর হয়েছে।

    আরও পড়ুন: বাংলাদেশে সরস্বতী পুজো-জন্মাষ্টমী-দুর্গাপুজোয় হিন্দুরা পাবেন না ছুটি! এ কেমন সিদ্ধান্ত ইউনূস সরকারের?

    কী জানিয়েছে কোম্পানি: এদিকে, কোম্পানির একজন আধিকারিক জানিয়েছেন যে, পেট্রোলিয়াম মন্ত্রক এবং রেগুলেটর PNGRB (Petroleum and Natural Gas Regulatory Board) ক্রমাগত প্রগতিশীল নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করছে।

    আরও পড়ুন: ভয়ঙ্কর বিপদে প্রথমেই মিলেছে সাহায্য! ভারতীয় যুদ্ধজাহাজকে সম্মান জানাল এই দেশ

    এই পদক্ষেপ CNG এবং দেশীয় PNG বাজারের বৃদ্ধির জন্য একটি অনুকূল এবং আর্থিকভাবে টেকসই পরিবেশ তৈরি করছে। জানিয়ে রাখি নিজ PNGRB গত ১৬ ডিসেম্বর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের জন্য যুক্তিসঙ্গত শুল্ক কাঠামো ঘোষণা করেছিল। ১ জানুয়ারি থেকে এই সংশোধিত শুল্ক কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস পরিবহণ সস্তা এবং সহজতর হবে।

    Click here to Read More
    Previous Article
    সাজার মেয়াদ শেষ! তবুও পাকিস্তানের জেলে বন্দি ১৬৭ জন ভারতীয়, বড় পদক্ষেপ নিল ভারত
    Next Article
    শুরুতেই বেতন ২১,৭০০! SSC-তে ৫৫০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

    Related Finance Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment