Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মোটা অঙ্কের বেতন, পরীক্ষা ছাড়াই চাকরি! SBI-তে হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

    1 week ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য বিরাট সংবাদ। কারণ, ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে এবার ১১৪৬ শূন্যপদে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি (SBI Recruitment 2025) জারি হয়েছে। যেখানে ইতিমধ্যেই অনলাইনে আবেদন চলছে। আর চাকরিপ্রার্থীরা স্নাতক হলেই আবেদন করতে পারবে। এমনকি এখানে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

    স্টেট ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

    ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ১১৪৬টি। তবে এর মধ্যে ভিপি ওয়েলথ পদে ৫৮২টি, এভিপি ওয়েলথ পদে ২৩৭টি এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে ২৩৭টি শূন্যপদ আছে।

    শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

    এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া আর অতিরিক্ত কোনও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ন।

    বয়স সীমা

    যেমনটি জানা যাচ্ছে, ভিপি ওয়েলথ পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ২৬ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর বয়স লাগবে, এভিপি ওয়েলথ পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ২৩ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়স লাগবে। পাশাপাশি কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়স দরকার। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

    বেতন কাঠামো

    ভিপি ওয়েলথ পদে চাকরি পেলে সর্বোচ্চ ৪৪.৭০ লক্ষ টাকা, এভিপি ওয়েলথ পদে চাকরি পেলে সর্বোচ্চ ৩০.২০ লক্ষ টাকা এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটি পদে চাকরি পেতে সর্বোচ্চ ৬.২০ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। কারণ, এখানে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে আর পাঁচ বছর মেয়াদ থাকবে।

    আরও পড়ুন: ফেরত দেওয়া হচ্ছে চিটফান্ডের টাকা, অনলাইনেই করুন আবেদন! জানুন প্রসেস

    নিয়োগ প্রক্রিয়া

    এখানে কোনও রকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের আবেদনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। তারপর ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

    কীভাবে আবেদন করবেন?

    চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

    • প্রথমে https://bank.sbi/web/careers/current-openings অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
    • এরপর যদি নতুন আবেদনকারী হন, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
    • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
    • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
    • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।

    যেমনটা জানা যাচ্ছে, এখানে সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ৭৫০ টাকা করে ফি দিতে হবে। তবে অন্যান্য প্রার্থীদের কোনও রকম ফি লাগবে না।

    আরও পড়ুন: পুনর্বসু নক্ষত্রে পরিবারে অশান্তি দূর হবে ৫ রাশির! আজকের রাশিফল, ৩ ডিসেম্বর

    গুরুত্বপূর্ণ তারিখ

    এখানে গত ২ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

    State Bank of India Official Notification: Download Now

    India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

    Click here to Read More
    Previous Article
    গিগ কর্মীদের জন্য বড় আপডেট! এই শর্ত পূরণ করলেই মিলবে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস
    Next Article
    নেটওয়ার্ক ছাড়াই কল-SMS! দেশজুড়ে বিশেষ পরিষেবা চালু করল BSNL, লাভবান হবেন গ্রাহকরা

    Related Job Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment