Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মেট্রোর লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার ঘরে বসেই মাত্র ২ মিনিটে টিকিট কাটুন, পদ্ধতি দেখে নিন

    5 দিন আগে

    Amar Kolkata Metro App Book Tickets Online Skip Queues & Save Fare
    Amar Kolkata Metro App Book Tickets Online Skip Queues & Save Fare

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা মেট্রো যাত্রীদের যাত্রা আরও সহজ ও দ্রুত করতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে মেট্রো রেলওয়ে। নতুন স্টেশনগুলিতে কাউন্টার কমিয়ে টিকিট ভেন্ডিং মেশিন চালু হলেও, ব্যস্ত সময়ে সেখানেও লম্বা লাইন দেখা যায়। এই সমস্যা মেটাতে চালু হয়েছে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ (Amar Kolkata Metro App), যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে।

    অ্যাপ ইনস্টল ও রেজিস্ট্রেশনের প্রাথমিক ধাপ (Amar Kolkata Metro App)

    • অনলাইনে টিকিট কাটতে হলে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপটি (Amar Kolkata Metro App) ডাউনলোড করতে হবে।
    • অ্যাপ খুলে ‘New User Sign Up Here’ অপশনে গিয়ে নাম, মোবাইল নম্বর এবং নিজের পছন্দের একটি MPIN সেট করতে হবে। এরপর মোবাইলে আসা ৬ সংখ্যার OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

    কীভাবে টিকিট বুক করবেন?

    রেজিস্ট্রেশন সম্পন্ন হলে টিকিট বুক করা খুব সহজ। টিকিট সমস্ত ধাপ গুলি নিম্নে উল্লেখ করে দেওয়া হল –

    • প্রথমে মোবাইল নম্বর ও MPIN দিয়ে লগ-ইন করতে হবে।
    • এরপর ড্যাশবোর্ড থেকে ‘Book Ticket’ অপশন বেছে নিয়ে যাত্রার শুরু স্টেশন (Source) ও গন্তব্য স্টেশন (Destination) নির্বাচন করতে হবে।
    • এরপর যাত্রী সংখ্যা ঠিক করতে হবে। (একটি স্মার্টফোন থেকে এক টিকিটে সর্বোচ্চ ৪ জনের যাত্রা বুক করা যায়)
    • সবশেষে ‘Check Route & Train Time’ অপশনে ক্লিক করে ভাড়া ও সময় দেখে নেওয়া যাবে।

    অ্যাপে টিকিট কাটলে ভাড়ায় ছাড়

    এই অ্যাপের (Amar Kolkata Metro App) বড় সুবিধা হল ভাড়ায় ছাড়। কাউন্টারে যেখানে ১০ টাকার টিকিট কাটতে হয়, অ্যাপে তা পাওয়া যাচ্ছে ৯.৫০ টাকায়। একইভাবে ৫ টাকার টিকিটের দাম অ্যাপে মাত্র ৪.৭৫ টাকা। নিয়মিত যাত্রীদের জন্য এটি খরচ বাঁচানোর একটি কার্যকর উপায়।

    পেমেন্টের নিয়ম

    টিকিট কনফার্ম করতে অনলাইনে পেমেন্ট করতে হবে। অ্যাপে HDFC সহ একাধিক পেমেন্ট গেটওয়ের অপশন দেখা যায়। এর জন্য নির্দিষ্ট কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। যেকোনো একটি গেটওয়ে বেছে নিয়ে ‘Book Ticket’ অপশনে ক্লিক করে UPI (PhonePe, Google Pay), ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

    স্টেশনে প্রবেশ করবেন যেভাবে

    পেমেন্ট সফল হলে অ্যাপে একটি ডিজিটাল টিকিট বা QR কোড তৈরি হবে। স্টেশনে ঢোকার সময় অ্যাপের QR আইকনে ক্লিক করে কোড জেনারেট করতে হবে।
    গেটের স্ক্যানারের সামনে মোবাইল স্ক্রিন ধরলেই গেট খুলে যাবে। তবে স্ক্যানারের সঙ্গে মোবাইল একদম লাগানো বা খুব দূরে রাখা যাবে না। প্রায় ৮ থেকে ৯ ইঞ্চি দূরত্বে ধরলে স্ক্যান সহজে কাজ করে।

    Kolkata Metro on sundays passengers will have relief with extra metro services for four weeks in January

    আরও পড়ুনঃ SIR নিয়ে কমিশনের কড়া সিদ্ধান্ত, মমতার আপত্তি উড়িয়ে বাতিল ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট

    উল্লেখ্য, একবার অনলাইন টিকিট বুক করা হলে তা আর বাতিল করা যায় না এবং টাকা ফেরত পাওয়া যাবে না। টিকিট কাটার সময় স্টেশনে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। যাত্রার আগে বাড়ি বা অফিস থেকেই টিকিট কেটে রাখা যাবে। প্রযুক্তির এই সুবিধা (Amar Kolkata Metro App) ব্যবহার করে কলকাতা মেট্রোর যাত্রীরা এখন সময় বাঁচাতে পারবেন এবং লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকেও মুক্তি পাবেন।

    Click here to Read More
    Previous Article
    লক্ষ্মীর ভান্ডারে ‘মালামাল’! মাসে মাসে ঢুকছে ৩০-৪০ হাজার টাকা? বিজেপি বিধায়কের মন্তব্যে তোলপাড় কাণ্ড
    Next Article
    বিশ্বের বৃহত্তম তেলভাণ্ডারে নজর ওয়াশিংটনের, ভেনেজ়ুয়েলা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ঘিরে বিতর্ক

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment