Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মধ্যবিত্তের সোনায় সোহাগা, এক ট্রেনেই এবার দেওঘর থেকে কাশী! কবে কবে চলবে অমৃত ভারত এক্সপ্রেস?

    8 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে বাংলার জন্য একগুচ্ছ নতুন উপহার দিতে চলেছে রেল (Indian Railways)। এর মধ্যে অন্যতম হল অমৃত ভারত এক্সপ্রেস। চলতি বছরেই কলকাতার সঙ্গে বৈদ্যনাথ ধাম এবং কাশী বিশ্বনাথ ধামকে একসঙ্গে সংযুক্ত করতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে বৈদ্যনাথ ধাম এবং কাশী বিশ্বনাথ ধামকে একসঙ্গে যুক্ত করবে এই ট্রেন।

    চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস (Indian Railways)

    চলতি মাস থেকেই চাকা গড়ানোর কথা অমৃত ভারত এক্সপ্রেসের। শিয়ালদহ এবং বারাণসীর মধ্যে যাত্রার সময় ট্রেন নম্বর ২২৫৮৭/২২৫৮৮ মোট ছয়টি স্টেশনে থামবে। এর মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জাসিডি, পটনা এবং দীনদয়াল উপাধ্যায় স্টেশন। সপ্তাহে তিনবার করে চলবে এই ট্রেন।

    Indian railways revealed amrit bharat express time table

    কখন কোথা থেকে ছাড়বে: ট্রেন নম্বর ২২৫৮৭ শিয়ালদহ থেকে রওনা হবে সোমবার, বুধবার এবং শনিবার। অন্যদিকে ট্রেন নম্বর ২২৫৮৮ বারাণসী থেকে ছাড়বে রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার। মোট ১৬ টি কোচ থাকছে এই ট্রেনে (Indian Railways)। প্রকাশ্যে এসেছে ট্রেনের সময়সূচীও। ট্রেন নম্বর ২২৫৮৭ সন্ধ্যা সাড়ে সাতটায় ছাড়বে শিয়ালদহ থেকে। বারাণসীতে পৌঁছাবে পরদিন সকাল ৭ টা ২০ তে। ফেরার সময় ট্রেন নম্বর ২২৫৮৮ রাত ১০ টা ১০ এ ছাড়বে বারাণসী থেকে। আর পরদিন সকালে শিয়ালদহ পৌঁছাবে ৯ টা ৫৫ তে।

    আরও পড়ুন : উত্তরপাড়া কাণ্ডে বড় মোড়! কল্যাণের কাছে আর্জি জানিয়েও মিলল না রেহাই, জেল হেফাজতে তৃণমূল-ঘনিষ্ঠ যুবনেতা

    কোন স্টেশনে থামবে: রেলের সময়সূচী অনুযায়ী, বারাণসী থেকে রওনা দেওয়া ট্রেন সকাল ৫ টা ২০ তে পৌঁছাবে জাসিডি স্টেশনে। সকাল ৯ টা ৫৫ তে শিয়ালদহ পৌঁছাবে ট্রেনটি। ফেরার সময় সন্ধ্যা ৭ টা ২০ তে শিয়ালদহ থেকে ছেড়ে জাসিডি পৌঁছাবে রাত ১১ টা ৩০ এ। মধুপুর এবং জাসিডি দেওঘরের এই দুটি স্টেশনেই থামবে ট্রেন।

    আরও পড়ুন : দেড় বছর ধরে ভর্তি হাসপাতালে! কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ দেবলীনার বিরুদ্ধে

    দেওঘর এবং বারাণসীর মধ্যে আগে থেকেই একটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। এটি হতে চলেছে দ্বিতীয় ট্রেন। আগে যারা সকালে জন শতাব্দীতে সফর করতেন, তারা এখন ভোরে অমৃত ভারত ধরে শিয়ালদহ পৌঁছাতে পারবে। আবার সন্ধ্যায় এই ট্রেনে চেপেই রাতে জাসিডি পৌঁছে যাবেন তারা।

    Click here to Read More
    Previous Article
    সুপ্রিম কোর্টে মামলা করেও চুপ ED! রাজ্যের বিরুদ্ধে কেন ‘মেনশন’ হল না জোড়া পিটিশন?
    Next Article
    হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক থেকে সরকারি কাজ! ২০২৬ সালে আধার কার্ডে এই আপডেট করেছেন তো?

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment