Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মাইলেজ ৩৪ কিমি, দাম ৪ লক্ষের কম! ২০২৫-এ বাজার কাঁপিয়েছে Maruti-র এই দুই গাড়ি

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের গাড়ি বিক্রির বাজারে দীর্ঘদিন ধরেই মারুতি সুজুকি (Maruti Suzuki) একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছে। তবে 2025 সালের ডিসেম্বর মাসে বিক্রি আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছেম জিএসটি 2.0 এর আওতায় দাম কমার কারণে এই পরিবর্তন। মূলত 2025 সালের সেপ্টেম্বর মাস থেকেই গাড়ি বিক্রি বেড়েছে। বিশেষ করে মারুতির মিনি সেগমেন্ট এই গতি আরও ত্বরান্বিত করছে। কারণ ভারতের বাজারে মারুতির S-Presso এর দাম মাত্র 3,49,000 টাকা, আর Alto K10 এর দাম 3,69,000 হাজার টাকা। কিন্তু কোন গাড়ি কত বিক্রি হল?

    জিএসটি 2.0-র পর বিক্রি দ্বিগুণ

    বলাবাহুল্য, 2025 এর সেপ্টেম্বর মাসের শেষে জিএসটি 2.0 বাস্তবায়ন করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। আর তখনই মারুতি সুজুকির গাড়ি বিক্রি বেড়ে যায়। 2025 সালের চতুর্থ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বিক্রি 22% বৃদ্ধি পেয়েছে, যেখানে 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিক্রি 3% হ্রাস পেয়েছিল। এক কথায় বছরের শেষ তিন মাসে মিনি সেগমেন্টের গাড়ি মারুতির ভাগ্য বদলে দিয়েছে।

    আরও পড়ুন: কদিন পরেই চলবে হাওড়া থেকে, আগেই দেখে নিন বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জা

    রিপোর্ট বলছে, মারুতির মিনি গাড়িগুলি 2025 এর ডিসেম্বর মাসে 14,225 ইউনিট বিক্রি হয়েছে এবং নভেম্বর মাসে বিক্রি হয়েছে 12,347 ইউনিট। তবে 2024 এর ডিসেম্বর মাসে বিক্রি হয়েছিল মাত্র 7418 ইউনিট। অর্থাৎ বার্ষিক বিক্রির পার্থক্য 92%। এদিকে কম্প্যাক্ট গাড়ি বিক্রি হয়েছে ডিসেম্বর মাসে 78,704 ইউনিট এবং নভেম্বর মাসে 72,926 ইউনিট। সেই সূত্রে ডিসেম্বর 2024-এ বিক্রি হয়েছিল মাত্র 54,906 ইউনিট। অর্থাৎ বার্ষিক বিক্রির পার্থক্য 43%।

    সুতরাং রিপোর্ট অনুযায়ী বোঝাই যাচ্ছে, 2025 সালের ডিসেম্বর মাসে মারুতির মিনি সেগমেন্টের বিশেষ করে Maruti S-Presso এবং Alto K10 গাড়িগুলির বিক্রি 14,225 ইউনিটে পৌঁছেছে, যেখানে 2024 সালের ডিসেম্বর মাসে ছিল মাত্র 7418 ইউনিট। অর্থাৎ এক বছরের মধ্যে 92% বৃদ্ধি মুখের কথা নয়। 2025 সালের নভেম্বর মাসের তুলনায় বিক্রিও আবার 15% বেড়েছে ডিসেম্বর মাসে। আর এই সেগমেন্টে এখন ভারতের মোট বিক্রি 6.2%।

    আরও পড়ুন: বাড়ি বাড়ি কাজ করে টাকা জমিয়ে মিঠুনের হাতে তুলে দিলেন মামনি

    কম্প্যাক্ট মডেলগুলিতে বিরাট আধিপত্য

    প্রসঙ্গত, শুধুমাত্র মিনি সেগমেন্ট নয়, বরং মারুতির কম্প্যাক্ট মডেলগুলির বিক্রিতেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। 2025 সালের ডিসেম্বর মাসে 22,108 ইউনিট বিক্রির মাধ্যমে Baleno কোম্পানির সর্বাধিক বিক্রিত গাড়িতে পরিণত হয়েছে। অন্যদিকে Dzire পুরো বছর ধরে সর্বাধিক বিক্রিত গাড়ি ছিল। পাশাপাশি Wagon R ও Swift এর পারফর্ম কোম্পানির সামগ্রিক বিক্রির জন্য আরও শক্তিশালী ভিত তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না। মূলত জিএসটি 2.0 এর পর ভারতে মারুতির গাড়ি বিক্রি হু হু করে বেড়েছে।

    Click here to Read More
    Previous Article
    IPL না খেলেই ৯.২০ কোটি পাচ্ছেন মুস্তাফিজুর রহমান? রইল উত্তর
    Next Article
    ফের যুদ্ধের আবহ! ভেনেজুয়েলায় হামলা আমেরিকার! কীভাবে প্রভাবিত হবে ভারত?

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment