Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মাধ্যমিক পাসে রেলে ২২,০০০ গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন?

    2 সপ্তাহ আগে

    RRB Group D Recruitment 2026
    RRB Group D Recruitment 2026

    সৌভিক মুখার্জী, কলকাতা: রেলে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল ধামাকাদার সংবাদ। হ্যাঁ, আরআরবি-র তরফ থেকে আবারও ২২ হাজার শূন্যপদে গ্রুপ ডি নিয়োগের (RRB Group D Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে এই পদে আবেদন শুরু হবে। আর এবার মোট ২২,০০০ শূন্যপদ রয়েছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। সবথেকে বড় ব্যাপার, মাধ্যমিক পাস করলেই এই পদে আবেদন করা যাবে আর দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

    রেলে ২২,০০০ শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ

    রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেখানে গ্রুপ ডি পদে মোটামুটি ২২,০০০ শূন্যপদ থাকতে পারে বলেই জানানো হয়েছে। যার মধ্যে সহকারী অপারেশন, সহকারী লোকোশেড, সহকারি ট্র্যাক মেশিন, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রুপ-৪, পয়েন্টসমেন্ট বি ইত্যাদি পদ থাকবে। বিস্তারিত বিজ্ঞপ্তি যখন জারি হবে, তখন অবশ্যই জানিয়ে দেওয়া হবে।

    শিক্ষাগত যোগ্যতা

    সবথেকে বড় ব্যাপার, চাকরিপ্রার্থীরা এই পদে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এমনকি কিছু কিছু পদে আবেদন করতে গেলে আইটিআই পাস লাগবে।

    বয়স সীমা

    গ্রুপ ডি পদের যে নিয়ম রয়েছে, আবেদন করার জন্য ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর বয়স দরকার। তার পাশাপাশি আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতরা বয়সের ছাড় পাবে।

    নিয়োগ প্রক্রিয়া

    প্রার্থীদের এই পদে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যখন বিস্তারিত বিজ্ঞপ্তি জারি হবে, তখন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকবে।

    আবেদন পদ্ধতি

    চাকরিপ্রার্থীদেরকে রেলের গ্রুপ ডি পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যখন আবেদন শুরু হবে তখন আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ও ফি দিয়ে আবেদন সেরে নিতে হবে।

    আরও পড়ুন: 200MP ক্যামেরা, দারুণ পারফরমেন্স! ৬ জানুয়ারি লঞ্চ হচ্ছে Realme 16 Pro 5G সিরিজ

    তবে বলে রাখি, আজ অর্থাৎ ২৩ ডিসেম্বর সংক্ষিপ্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই পদে আবেদন শুরু হবে আর আবেদন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

    RRB Group D Short Notification- Download Now

    India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

    Click here to Read More
    Previous Article
    শুরুতেই বেতন ৫০,৬৮২! SSC-তে প্রচুর শূন্যপদে স্টেনোগ্রাফার নিয়োগ
    Next Article
    শুরুতেই বেতন ২১,৭০০! মাধ্যমিক পাসে BSF-এ কনস্টেবল নিয়োগ

    Related Job Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment