Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    কোমায় ড্যামিয়েন মার্টিন, মৃত্যুর সাথে লড়াই করছেন দু’বারের বিশ্বকাপজয়ী

    1 সপ্তাহ আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 এর আজ শেষ দিন। বছরের একেবারে শেষ প্রান্তে পৌঁছে উদ্বেগ বাড়ল বিশ্বক্রিকেটে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন (Damien Martyn In Coma)। এরপর চিকিৎসা চলে অজি তারকার। তবে শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি কোমায় রয়েছেন। যে খবর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এদিকে কিংবদন্তি ক্রিকেটারের কোমায় থাকার খবরে মন ভেঙেছে বহু ভক্তের।

    ড্যামিয়েন মার্টিনের অবস্থা আশঙ্কাজনক

    অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, 26 ডিসেম্বর বক্সিং ডে তে আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। জানা যায়, মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় মেলবোর্নের একটি হাসপাতালে। পরবর্তীতে চিকিৎসকরা জানান, কোমায় রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

    এদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের কোমায় থাকার খবর শুনে যথেষ্ট উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে শুরু করে দেশটির প্রাক্তন ক্রিকেটার সহ গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ গোটা বিষয়টি জানার পর মুখ খুলে বলেন, “ড্যামিয়েনের অসুস্থতার খবর জেনে খুব খারাপ লাগছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং গোটা ক্রিকেট বিশ্বের তরফ থেকে তাঁর পাশে সব সময় আছি। ওর দ্রুত সুস্থতা কামনা করি।”

    অবশ্যই পড়ুন: রেশন নিয়ে বড় মন্তব্য মমতার, পাল্টা ধেয়ে এল কটাক্ষও

    মেনিনজাইটিসের মতো স্নায়ুঘটিত রোগে আক্রান্ত হয়ে প্রাক্তন সতীর্থ হাসপাতালে ভর্তি জেনে অ্যাডাম গিলক্রিস্ট বলেন, “আমি নিশ্চিত ও সেরা চিকিৎসা পাচ্ছে। ওর পরিবার জানে বিশ্বের বহু মানুষ ওর সুস্থতা কামনা করছে। ও দ্রুত ঠিক হয়ে যাক।” অস্ট্রেলিয়ার পাশাপাশি বিশ্বের বহু দেশের ক্রিকেটার প্রাক্তন অজি তারকার অসুস্থতার খবরে যথেষ্ট উদ্বিগ্ন।

    অবশ্যই পড়ুন: মহম্মদ শামিকে নিয়ে মত বদলাবে BCCI, টিম ইন্ডিয়ায় ফিরবেন কবে?

    উল্লেখ্য, সালটা 1992। সে বছরই অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মার্টিনের। এরপর থেকে দীর্ঘ সময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন এই অজি তারকা। 2006 এ ব্যাগি গ্রিন ক্যাপও পরেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার। না বললেই নয়, মৃত্যুর সাথে একপ্রকার পাঞ্জা লড়তে থাকা মার্টিন অবসরের আগে পর্যন্ত 67টি টেস্ট, 208টি ওয়ানডে খেলে যথাক্রমে 4406 ও 5346 রান করেছেন সেই সাথে দুই সংস্করণ মিলিয়ে রয়েছে 221টি সেঞ্চুরি। সবচেয়ে বড় কথা, 1999 এবং 2003 বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন মার্টিন।

    Click here to Read More
    Previous Article
    ২০২৫ সালে ইন্টারনেট কাঁপিয়েছে কোন কোন বিষয়? Google সার্চে শীর্ষে কী কী—রইল সম্পূর্ণ তালিকা
    Next Article
    মাত্র ৪৪ টাকাতেই এক বছর সক্রিয় থাকবে সিম! দারুণ প্ল্যান Jio-র

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment