Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    কাটল জট! ভালবাসা দিবসের দিন শুরু হচ্ছে ISL, দিনক্ষণ ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী

    5 দিন আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো জল্পনা, সংশয়ে অবশেষে দাড়ি পড়ল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে ভর করেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। মঙ্গলবার, ক্লাব জোটের সঙ্গে ফেডারেশন এবং সরকারের বৈঠকের পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় ইন্ডিয়ান সুপার লিগ শুরুর দিন ঘোষণা করলেন। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী 14 ফেব্রুয়ারি, ভালবাসা দিবসের দিন 14 ক্লাব নিয়ে শুরু হচ্ছে ISL।

    ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপের পরই গড়াচ্ছে ISL

    স্পন্সর নিয়ে একাধিক জটিলতা সহ অন্যান্য একাধিক সমস্যা নিয়ে পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছিল দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL। তাতে কাজ হারানোর আশঙ্কায় ছিলেন বহু কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবলাররা। ক্লাব গুলিও অন্ধকারে হাত পা ছড়াচ্ছিল। নানা পক্ষ থেকে বারবার অনুরোধ সত্বেও ফেডারেশন সমাধান সূত্র বের করতে পারেনি। পরবর্তীতে জাতীয় দলের ফুটবলাররা একজোট হয়ে ভিডিও বার্তায় ভারতীয় ফুটবলকে বাঁচানোর আবেদন জানান। সেই সাথে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের পাশাপাশি দেশের ফুটবলের স্বার্থে ফিফার হস্তক্ষেপ দাবি করেন। কাকতালীয়ভাবে এই ঘটনার ঠিক পরের দিনই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা দেয় AIFF।

    অবশ্যই পড়ুন: ৬ মাসে টাকা ডবল! বিনিয়োগকারীদের ধনী বানিয়েছে সরকারি সংস্থার স্টকটি

    না বললেই নয়, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপের পরই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করতে রাজি হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশনের তরফে এও জানানো হয়, ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের যাবতীয় খরচ সহ খেলোয়াড়দের যাতায়াতের খরচসহ সমস্ত খরচ বহন করবে তারাই। এক কথায়, স্পন্সর না মেলায় এবারের মতো ISL চালিয়ে দেবে ফেডারেশন। সেই মতোই শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা।

    অবশ্যই পড়ুন: 108MP ক্যামেরা, দারুণ ব্যাটারি ও প্রসেসর! লঞ্চ হল Redmi Note 15 5G, জানুন দাম

    এ প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মাণ্ডবীয় জানিয়েছেন, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে বহু জল্পনা কল্পনা চলেছে। অবশেষে আজ সরকার, ফেডারেশন, ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ 14টি ক্লাবের মধ্যে বৈঠক হয়। আর তারপরই আমরা ঠিক করেছি আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিযোগিতায় প্রতিটি ক্লাব অংশগ্রহণ করবে। আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতায় মোট 91টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে ফেডারেশনের তরফ জানানো হয়েছে, সিঙ্গল রাউন্ড রবিন লিগ সংস্করণে এবারের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজিত হবে। সেই মতোই বৈঠকেই ক্লাবগুলিকে রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    একের পর এক চমক! নতুন বছরে দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির LIC, সস্তায় চালু হবে বন্ধ হওয়া পলিসিও
    Next Article
    সৌভাগ্য যোগে ব্যবসা-বাণিজ্যে প্রচুর উন্নতি হবে ৪ রাশির! আজকের রাশিফল, ৭ জানুয়ারি

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment