Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    Hyundai, Tata-কে পিছনে ফেলে ২০২৫-র সবথেকে বেশি বিক্রি হল Maruti-র এই গাড়ি

    1 week ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: SUV এর জনপ্রিয়তা যেখানে দিনের পর দিন বাড়ছে, সেখানে সমস্ত হিসাব ও ধারণাকে ভুল প্রমাণ করে 2025 সালে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির শিরোপা দখল করল Maruti Suzuki Dzire। Hyundai Creta এবং Tata Nexon এর মতো জনপ্রিয় SUV-কে পিছনে ফেলে আবারও শীর্ষস্থানে মারুতির এই সেডান। ইন্ডাস্ট্রি সূত্রেন খবর পাওয়া গিয়েছে, 2025 সালে Maruti Suzuki Dzire মোট 2.14 লক্ষ ইউনিট বিক্রি করতে পেরেছে। যেখানে Creta ও Nexon 2.01 লক্ষ ইউনিটে থেমেছে।

    কেন এত জনপ্রিয় Maruti Suzuki Dzire?

    আসলে বর্তমান ভারতীয় গাড়ির বাজারে SUV এর দাপট চোখে পড়ার মতো। কিন্তু 2025 সালে সেরা বিক্রিত গাড়ি হিসেবে সেডানের উঠে আসা থেকে প্রমাণ মিলছে, আজও ভারতীয় গাড়ি প্রেমীদের কাছে দাম, মাইলেজ আর কম রক্ষণাবেক্ষণের খরচ কতটা গুরুত্বপূর্ণ। Dzire মূলত সেই সমস্ত ক্রেতাদের মন জয় করছে, যারা নির্ভরযোগ্য, সাশ্রয়ী আর দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক কোনও গাড়ি খুঁজছে।

    দাম এবং মাইলেজ

    Maruti Suzuki Dzire এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 6.26 লক্ষ টাকা থেকে, যা মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যেই। আর মাইলেজের দিক থেকেও গাড়িটি যথেষ্ট শক্তিশালী। কারণ, পেট্রোলে 24.79 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেয়। পাশাপাশি সিএনজি ভেরিয়েন্টে 33.73 কিলোমিটার প্রতি কেজিতে মাইলেজ দেয় এই গাড়ি। সাম্প্রতিক জেনারেশনে Dzire এর ডিজাইনে এবং ফিচার্সেও বড় আপডেট এনেছে মারুতি সুজুকি। কারণ, গাড়িটিতে এখন নতুন ডিজাইনের ফ্রন্ট গ্রিল, শার্প LED হেডল্যাম্প, 9 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay এর মতো ফিচার্স রয়েছে। শুধু তাই নয়, 360 ডিগ্রি ক্যামেরা এবং সানরুফ রয়েছে এই গাড়িটিতে।

    আরও পড়ুন: গাড়িতে ভাঙচুর! বালুরঘাটে গান গাইতে এসে বিপদে সচেত-পরম্পরা

    2025 সালে ভারতে 10টি সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি

    রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, 2025 সালে সবথেকে বেশি বিক্রি হয়েছে—

    • Maruti Suzuki Dzire 2.14 লক্ষ ইউনিট,
    • Hyundai Creta 2.01 লক্ষ ইউনিট,
    • Tata Nexon 2.01 লক্ষ ইউনিট,
    • Maruti Suzuki WagonR 1.94 লক্ষ ইউনিট,
    • Maruti Suzuki Ertiga 1.92 লক্ষ ইউনিট,
    • Maruti Suzuki Swift 1.89 লক্ষ ইউনিট,
    • Maruti Suzuki Fronx 1.80 লক্ষ ইউনিট,
    • Mahindra Scorpio (N + Classic) 1.77 লক্ষ ইউনিট,
    • Maruti Suzuki Brezza 1.75 লক্ষ ইউনিট,
    • Tata Punch 1.73 লক্ষ ইউনিট।

    আরও পড়ুন: বারুইপুরের মঞ্চ থেকে নির্বাচনী দামামা বাজালেন অভিষেক, শোনালেন শুভেন্দুর অডিও

    এদিকে শীর্ষ 10 গাড়ির মধ্যে ছয়টি SUV থাকাতে স্পষ্ট প্রমাণ মিলছে, ক্রেতাদের ঝোঁক এখন উঁচু গাড়ির দিকেই। কিন্তু মারুতি সুজুকি একাই এই তালিকায় ছয়টি মডেলে জায়গা করে নিয়েছে। আর 2024 সালে যেখানে Tata Punch ছিল নম্বর ওয়ানে ছিল, সেখানে 2025 সালে আবারও শীর্ষে ফিরে এসেছে মারুতির হাত ধরে।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ১৯ বছর বয়সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট! বিশ্বের সর্বকনিষ্ঠা CA হয়ে নজির গড়লেন ভারতের নন্দিনী আগরওয়াল
    Next Article
    একসময়ের ব্যস্ত স্টেশন এখন পরিত্যক্ত, ৫ মাস অতিক্রান্ত, কবে চালু হবে কবি সুভাষ মেট্রো স্টেশন?

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment