Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    হাওড়া ডিভিশনে তিনদিন বাতিল ২০ লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই সকলেই ভ্রমণের পরিকল্পনা নিয়ে ফেলেছে। কিন্তু এই আনন্দের মাঝেই দুঃসংবাদ দিল পূর্ব রেল। জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত কাজের কারণে তিন দিনব্যাপী বাতিল করা হবে একাধিক লোকাল ট্রেন (Local Trains Cancelled)। অর্থাৎ এই সময় যাঁরা তারকেশ্বর লোকাল ধরে কলকাতায় আসছেন, তাঁদের ভ্রমণে ব্যাঘাত ঘটতে পারে। তাই দেরি না করে এখনই আমাদের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

    ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি পূর্ব রেলওয়ের

    পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, তারকেশ্বর স্টেশনে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাত এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে ৪ ঘণ্টা ৩০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক -এর প্রয়োজন হবে। এছাড়াও আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সীমিত উচ্চতার সাবওয়ে কাজের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন ছিল, তাই সেই কারণে তারকেশ্বর শাখায় শনিবার রাতে ৩ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছিল। পাশাপাশি আজও ১২ টি এবং আগামীকাল অর্থাৎ সোমবার ৫ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি যাত্রীদের জানানোর উদ্দেশ্যে তারকেশ্বর স্টেশনে টানানো হয়েছে।

    আজ কোন কোন ট্রেন বাতিল?

    আজ অর্থাৎ রবিবার, যেই ট্রেনগুলো বাতিল হবে সেগুলি হল, ৩৭৩৭৩ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল, ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪২১ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৭২ গোঘাট তারকেশ্বর লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল , ৩৭৪২২ আরামবাগ তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল।

    আরও পড়ুন: পদ ছাড়তেই আরজি কর হাসপাতালে পোস্টিং, আমি নোটিশ পাইনি! বললেন অনিকেত

    সোমবার কোন কোন ট্রেন বাতিল?

    ব্রিজ স্থাপনের জন্য আগামীকাল অর্থাৎ সোমবারও বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। আর সেগুলি হল, ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল , ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার রাতেও তারকেশ্বর স্টেশনে ফুটওভার ব্রিজ স্থাপন এবং আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সীমিত উচ্চতার সাবওয়ে কাজের জন্য ৩ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছিল। আর সেগুলি ছিল ৩৭৪২৪ আরামবাগ -তারকেশ্বর লোকাল, ৩৭৪২৩ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল।

    Click here to Read More
    Previous Article
    ‘আগে তো একসঙ্গে ঘুগনি খেতিস’, রচনা-অসিতের ‘ঝগড়া’ মেটাতে আসরে সাংসদ কল্যাণ
    Next Article
    বন্দে ভারত স্লিপারের পর বাংলায় অমৃত ভারত এক্সপ্রেস দিতে চলেছে রেল, কোন রুটে চলবে?

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment