Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    গ্রক এআই নিয়ে বিপাকে ইলন মাস্কের ‘এক্স’, অশ্লীল ছবি তৈরির অভিযোগে ৭২ ঘণ্টার আল্টিমেটাম কেন্দ্রের

    1 সপ্তাহ আগে

    বাংলাহান্ট ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত (India) সরকার। এক্স-এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রক’ (Grok) ব্যবহার করে মহিলাদের সাধারণ ছবি বিকৃত করে অশ্লীল ও কুরুচিকর ছবি তৈরির অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে কেন্দ্র। শুক্রবার এই বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এক্স-কে কড়া নোটিস পাঠিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে।

    ইলন মাস্কের ‘এক্স’-এর বিরুদ্ধে ভারতের (India) হুঁশিয়ারি

    সম্প্রতি কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি পাঠান শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। সেই চিঠিতে তিনি অভিযোগ করেন, গ্রক এআই-এর মাধ্যমে মহিলাদের নিরীহ ছবি ব্যবহার করে নগ্ন বা যৌন উদ্দীপক কন্টেন্ট তৈরি করা হচ্ছে। বিষয়টিকে তিনি ডিজিটাল পরিসরে মহিলাদের সম্মানহানি ও যৌন হেনস্থার শামিল বলে উল্লেখ করেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

    আরও পড়ুন: নতুন বছরে জব্বর চমক! ‘ধূমকেতু’র পর ফের প্রেমের ছবিতে দেব-শুভশ্রী জুটি?

    মন্ত্রকের তরফে পাঠানো নোটিসে এক্স-কে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্ম থেকে সমস্ত আপত্তিকর, অশ্লীল এবং যৌন উদ্দীপক কন্টেন্ট সম্পূর্ণভাবে সরাতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের কনটেন্ট আর তৈরি বা ছড়িয়ে না পড়ে, তার জন্য গ্রক এআই-এর অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা ATR জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

    কেন্দ্রের নোটিসে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশ পালন না করলে এক্স তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ নম্বর ধারায় পাওয়া ‘সেফ হারবার’ বা আইনি রক্ষাকবচ হারাতে পারে। সেক্ষেত্রে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের তৈরি কন্টেন্টের জন্য সরাসরি দায়ী হবে। ফলে আইনি ঝুঁকি বহুগুণে বাড়বে এক্স-এর জন্য।

    India gave warning Elon Musk's 'X'.

    আরও পড়ুন:ঠিক যেন ব্রহ্মাস্ত্র! ‘মেক ইন ইন্ডিয়া’-র মাধ্যমে বিশ্বে প্রথম র‍্যামজেট গোলা ব্যবহার করবে ভারতীয় সেনা

    এর পাশাপাশি কেন্দ্র হুঁশিয়ারি দিয়েছে, নির্দেশ অমান্য করা হলে পকসো (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর আওতায় এক্স এবং সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। কেন্দ্রের স্পষ্ট বার্তা, ডিজিটাল প্ল্যাটফর্মে এআই ব্যবহারের নামে কোনও ভাবেই নারীদের সম্মানহানি বা যৌন হেনস্থা বরদাস্ত করা হবে না।

    Click here to Read More
    Previous Article
    ATM থেকে উধাও হবে ৫০০ টাকার নোট? উদ্বেগের আবহে কী জানাল কেন্দ্র?
    Next Article
    ধর্মেন্দ্রর প্রয়াণে দ্বন্দ্ব প্রকাশ্যে? সৎ ছেলে সানিকে নিয়ে মুখ খুললেন হেমা

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment