Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ফোনের নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কল! BSNL চালু করল Wi-Fi Calling পরিষেবা

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: BSNL ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এবার গোটা দেশে চালু করল Voice over Wi-Fi (VoWiFi) বা Wi-Fi Calling পরিষেবা (BSNL Wi-Fi Calling Service)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবেই এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছে BSNL। আর এর ফলে এয়ারটেল এবং জিওর মতো বেসরকারি সংস্থার সঙ্গে বিরাট প্রতিযোগিতায় নামল তারা। জানা যাচ্ছে, এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা এখন ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করেই কল বা মেসেজ করতে পারবে। এমনকি যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেখানেও তা সম্ভব।

    কী এই Wi-Fi Calling পরিষেবা?

    জানিয়ে রাখি, Wi-Fi Calling হল এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে মোবাইল সিগন্যালের কোনও দরকার পড়ে না, বরং ওয়াইফাই কানেকশনের মাধ্যমেই ভয়েস কল বা এসএমএস করা যায়। BSNL এর তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি আইএমএস ভিত্তিক পরিষেবা, যা মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াইফাই এর মাধ্যমে হ্যান্ডওভার সাপোর্ট করে। অর্থাৎ, কল চলাকালীন ওয়াইফাই থেকেই মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কানেকশন পাওয়া যায়।

    আরও পড়ুন: দেশের প্রথম রাজ্য হিসাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা অসম সরকারের!

    BSNL এর মতে, এই পরিষেবা মূলত গ্রামীণ বা প্রত্যন্ত এলাকায় বিরাট উপকারে আসবে। পাশাপাশি যেখানে মোবাইল টাওয়ারের কভারেজ দুর্বল এবং বাড়ির ভেতরে, অফিস বা অন্যান্য জায়গায় এই সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, পাহাড়ি বা দুর্গম অঞ্চলেও এই পরিষেবা হতে পারে দারুন অপশন। আর BSNL Bharat Fibre বা অন্য কোনও ব্রডব্যান্ড ওয়াইফাই সংযোগ থাকলে এই পরিষেবা ব্যবহার করা যাবে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে।

    লাগবে না আলাদা কোনও অ্যাপ

    বলাবাহুল্য, Wi-Fi Calling ব্যবহার করতে কোনও রকম থার্ড পার্টি অ্যাপের দরকার নেই। কারণ, গ্রাহকরা নিজের পুরনো ফোন নম্বরেই কল করতে পারবে, আর ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ ব্যবহার করেই এই পরিষেবা পাওয়া যাবে। এদিকে BSNL আরও জানিয়েছে যে, এই পরিষেবা চালু হলে নেটওয়ার্কের উপর চাপ কমবে। ফলত, সামগ্রিকভাবে কল কোয়ালিটিও আরও উন্নত হবে। আর সবথেকে বড় বিষয়, Wi-Fi Calling পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। কোনও রকম আলাদা রিচার্জ বা সাবস্ক্রিপশন লাগবে না। এমনকি ওয়াইফাই দিয়ে করা কলের জন্য আলাদা কোনও চার্জও কাটা হবে না।

    আরও পড়ুন: ভারতীয় টুর্নামেন্টে প্যালেস্টাইনের পতাকা! জম্মু-কাশ্মীরের ক্রিকেটারকে তলব করল পুলিশ

    কোন কোন ফোনে কাজ করবে এই পরিষেবা?

    BSNL এর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই পরিষেবা বর্তমানে বেশিরভাগ আধুনিক স্মার্টফোনে সাপোর্ট করবে। তবে এটি ব্যবহার করতে গেলে প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। তারপর Wi-Fi Calling অপশনটিকে অন করতে হবে। আর ডিভাইস সাপোর্ট করছে কিনা তা জানতে চাইলে অবশ্যই নিকটবর্তী কোনও BSNL কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন, এছাড়া BSNL এর অফিসিয়াল হেল্পলাইন নম্বর 1800-1503 এ কন্ট্যাক্ট করতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    দেশের প্রথম রাজ্য হিসাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা অসম সরকারের
    Next Article
    সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশের ‘পচা ডোবা’, হাল ফেরাতে উদ্যোগী কলকাতা পুরসভা

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment