Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    Elevate থেকে City, জানুয়ারিতে Honda-র গাড়িগুলিতে সর্বোচ্চ ১.৭৬ লক্ষ টাকা ডিসকাউন্ট

    6 দিন আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই গাড়ি ক্রেতাদের জন্য বিরাট উপহার দিল হোন্ডা কার্স ইন্ডিয়া। হ্যাঁ, 2026 সালের জানুয়ারি মাসে সংস্থাটি তাদের জনপ্রিয় গাড়িগুলোর উপর নিয়ে এসেছে দারুণ সব ডিসকাউন্ট অফার (Honda Car Discount)। জানা যাচ্ছে, এই মাসে হোন্ডা গাড়ি কিনলে সর্বোচ্চ 1.76 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। এমনকি বিশেষ ছাড় মডেল ও ভেরিয়েন্ট অনুযায়ী আলাদা হলেও Honda Elevate, City এবং Amaze গাড়ি তিনটিতে মিলছে সবথেকে বেশি ছাড়।

    Honda Elevate-এ সর্বোচ্চ ছাড়

    রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, জানুয়ারি মাসে হোন্ডার সবথেকে জনপ্রিয় এবং বড় গাড়ি Elevate এর উপরে দেওয়া হয়েছে সর্বোচ্চ ছাড়। এই মিড সাইজ এসইউভি কিনলে গ্রাহকরা সর্বোচ্চ 1.76 লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে। বর্তমানে Honda Elevate এর এক্স শোরুম দাম মাত্র 10.99 লক্ষ টাকা। আর এই গাড়ির প্রতিদ্বন্দ্বি গাড়ি Hyundai Creta, Kia Seltos। ডিসকাউন্টের জেরে Elevate গাড়িটি এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এসইউভি প্রেমীদের কাছে।

    আরও পড়ুনঃ রেলপথে জুড়ে যাবে ডুয়ার্স ও বেঙ্গালুরু, চলছে নতুন ট্রেন রুট জোড়ার পরিকল্পনা

    Honda City-তে মিলছে 1.37 লক্ষ টাকা ছাড়

    এদিকে হোন্ডার সবথেকে জনপ্রিয় সেডান Honda City এর উপরেও রয়েছে বিরাট ছাড়। কারণ, দেশের অন্যতম জনপ্রিয় সেডান এই গাড়িতে জানুয়ারি মাসে মিলছে 1.37 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। Honda City এর এক্স শোরুম দাম 11.95 লক্ষ টাকা। আর এটি প্রিমিয়াম কেবিন, শক্তিশালী পেট্রোল ইঞ্জিনের জন্যই মূলত পরিচিত। এই মুহূর্তে Honda City কিনলে আগের তুলনায় অনেকটাই কম দামে মিলছে।

    আরও পড়ুনঃ দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন উকিল মমতা! বড় ঘোষণা

    Honda Amaze-এ মিলছেও বিরাট ছাড়

    এদিকে এন্ট্রি লেভেল গাড়ির ক্ষেত্রে জানুয়ারি মাসেও দেওয়া হচ্ছে মোটা অংকের ছাড়। ভেরিয়েন্ট অনুযায়ী ছাড় ভিন্ন ভিন্ন হতে পারে। বাজেটের মধ্যে যারা হোন্ডার গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প। তাই আপনি যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে জানুয়ারি মাসের অফার হতে পারে আপনার জন্য সেরা। কারণ, বড় অংকের ক্যাশ ডিসকাউন্টের সাথে এক্সচেঞ্জ ও কর্পোরেট বেনিফিটের সুযোগ পাওয়া যাবে। ভবিষ্যতে এই ছাড় হয়তো নাও দেওয়া হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    মাথায় পর্দা দিন, পর্দা ছাড়া হারাম! হুগলির মাটিতে তালিবানি নিয়ম?
    Next Article
    দক্ষিণবঙ্গে নয়া রেকর্ড শীতের! ৪ ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রা, বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment