Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    এক মাস উড়তে পারে আকাশে, শত্রুকে টাইট দিতে সৌরশক্তি চালিত ড্রোন কিনবে ভারত!

    2 দিন আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সূর্যের আলোতে কয়েক মাস পর্যন্ত উড়তে পারে, ভবিষ্যতের জন্য এমন সৌরশক্তি চালিত ড্রোন কিনতে চলেছে ভারত। আগামী দিনে আধুনিক যুদ্ধের জন্য ভারতীয় সেনাবাহিনীকে (Indian Army) শক্তিশালী করে তুলতে বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ সংস্থা নিউম্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিসের হাতে তৈরি মিডিয়াম অলটিটিউড পার্সিস্টেন্ট সার্ভেইল্যান্স সিস্টেম বা MAPSS কেনার সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় সেনা। আর এই বিশেষ সৌরশক্তি চালিত ড্রোন সিস্টেম হাতে এলে শত্রুর সাথে আধুনিক যুদ্ধে ক্ষমতা দেখাবে ভারত।

    MAPSS এর বৈশিষ্ট্য এবং ক্ষমতা

    ভারতীয় সেনাবাহিনী যে মিডিয়াম অলটিটিউড পার্সিস্টেন্ট সার্ভেইল্যান্স সিস্টেম বা MAPSS কেনার পথে এগোচ্ছে সেটি আসলে সৌরবিদ্যুৎ চালিত ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোন আধুনিক যুদ্ধের মোক্ষম অস্ত্র। দিনে সূর্যের আলোতে কয়েক মাস পর্যন্ত আকাশেই উড়ে বেড়াতে পারবে এই ড্রোনগুলি। একাধিক রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, ভারতের নজরে থাকা বিশেষ ড্রোনগুলি 5 কিলোমিটার থেকে একেবারে 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উড়তে পারবে।

    অবশ্যই পড়ুন: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল ও স্টপেজ প্রকাশ করল রেল

    কয়েকটি সূত্র দাবি করছে, এই বিশেষ ড্রোন সিস্টেমের মাধ্যমে ড্রোনগুলি দিয়ে রাতের অন্ধকারেও সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন নজরদারি চালানো যাবে। এক কথায়, দিবারাত্রি শত্রুর গতিবিধির উপর নজর রাখবে এই ড্রোন। শুধু তাই নয়, নজরদারির পাশাপাশি রিয়েল টাইম ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য এমনকি কোনও চোরাচালান বা অনুপ্রবেশের ছবি সহ তথ্য ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেবে এই ড্রোন।

    কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মীর দাবি, সৌর বিদ্যুৎ শক্তির এই ড্রোনগুলি যেহেতু অনেকটাই উচ্চতায় উড়তে পারে মূলত সে কারণে এগুলিকে লাদাখের মতো সংবেদনশীল এলাকায় প্রহরীর কাজে লাগানো যেতে পারে। সবচেয়ে বড় কথা, এই ড্রোনটি গোটা দিন বা দীর্ঘ কয়েকদিন ধরে চললেও এর চার্জ ফুরিয়ে যাবে না কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়ে যায়। অর্থাৎ প্রচলিত ব্যাটারি চালিত ড্রোন বা অপটিক ফাইবার যুক্ত ড্রোনের তুলনায় এই ড্রোন অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারে।

    অবশ্যই পড়ুন: IPL-র ৫ প্লেয়ারের বেতনের থেকেও কম দামে PSL এ বিক্রি হল দুই দল

    শুধু কি তাই, সৌরশক্তি চালিত এই ড্রোনের আরও সুবিধা রয়েছে। চিরাচরিত ড্রোনের তুলনায় এই ড্রোন থেকে অনেকটাই কম আওয়াজ উৎপন্ন হয়। যার ফলে সহজেই শত্রুর নজর এড়িয়ে নিজের কাজ সেরে আসতে পারে এটি। একটি সূত্র দাবি করছে, MAPSS বিশেষ ড্রোন সিস্টেমের মাধ্যমে একসাথে 15 থেকে 20টি ড্রোনকে কাজে লাগিয়ে একটি রেজিমেন্ট তৈরি করতে চায় সেনা। যা ভারতীয় সেনার নির্ভুল হামলা এবং ডিজিটাল কৌশলের দিকে মনোযোগী হবে।

    Click here to Read More
    Previous Article
    ঘরে দুটো লাইট, লক্ষাধিক টাকার বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে জমি বিক্রি করলেন দরিদ্র দম্পতি
    Next Article
    “আমি কাল অন্যায় করিনি, কমিশন আমার ঘেঁচু করবে” বললেন মমতা

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment