Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ED-IPAC তদন্তে নতুন মোড়, এবার আদালতে BJP, কারণ কী?

    7 hours ago

    BJP Moves Calcutta HC Seeking Nod for Nabanna Protest
    BJP Moves Calcutta HC Seeking Nod for Nabanna Protest

    বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার রাজ্যের ভোট কুশলী সংস্থা IPAC ও ওই সংস্থার কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে ED তল্লাশি ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা ছড়ায়। তল্লাশি চলাকালীন রাজ্য পুলিশ ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে তৈরি হয় তীব্র বাকবিতণ্ডা। প্রথম থেকে ওই ঘটনা নিয়ে প্রশ্ন তুলে আসছে রাজ্যের বিরোধীদল বিজেপি। ওই ঘটনার প্রতিবাদে এবার রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলো রাজ্যের বিরোধী দল (BJP)।

    বিজেপি (BJP) কে ধর্নার বাসায় অনুমতি দিলে হাই কোর্ট

    সূত্রের খবর, ধর্নায় বসতে চাওয়ার বিষয়টি নিয়ে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি (BJP) নেতারা। আদালতে তারা জানায়, প্রশাসনিক বাধা এবং তদন্তে হস্তক্ষেপের অভিযোগের প্রতিবাদ জানাতেই নবান্নের সামনে শান্তিপূর্ণ ধরনা কর্মসূচি করতে চায় তারা। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি শম্পা দত্ত পাল এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। ফলে নবান্নের সামনে বিজেপির ধরনা কর্মসূচি ঘিরে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

    ED তল্লাসি চলাকালীন কী ঘটেছিল?

    মূল ঘটনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার। বহু পুরনো একটি কয়লা পাচারকারী মামলার তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থা ED রাজ্যের ভোট কুশলী সংস্থা আইপ্যাড ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশীর খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায় নিজের শক্তিকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী সেদিন একটি ফাইল, একটি ল্যাপটপ, এবং একটি হার্ডডিক্স নিয়ে বেরিয়ে আসেন। পুলিশ কমিশনার মনোজ বর্মাও সেদিন উপস্থিত ছিল।

    মুখ্যমন্ত্রীর ফাইল হাতে করে নিয়ে বেরিয়ে আসার ছবি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি প্রকাশে আসতেই রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP) অভিযোগ করে মুখ্যমন্ত্রী অনেক প্রমান লোপাটের চেষ্টা করছেন। যদিও মুখ্যমন্ত্রী সেই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করে যায়।

    Calcutta High Court Seeks Report on Rally Permission Rules

    আরও পড়ুনঃ TET নেই এমন শিক্ষকের তালিকাই নেই! সুপ্রিম কোর্টের নির্দেশে বড় সমস্যায় রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষা

    কিন্তু এখানেই শেষ নয়, বৃহস্পতিবারের ওই ঘটনার জল গড়িয়েছে অনেকদূর। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে হাই কোর্টের চুরি-ডাকাতির অভিযোগ আনেন, অন্যদিকে ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা তুলে পাল্টা অভিযোগে সরব হয়। এর মাঝে রাজ্যের বিরোধীদল বিজেপি (BJP) ওই ঘটনার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চাওয়ায় I-PAC কাণ্ডের জল আরও অনেক দূর গড়াবে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    মোহনবাগানের প্রাণপুরুষ টুটু বোসকে সপরিবারে SIR-র শুনানিতে ডাক, গর্জে উঠলেন কুণাল
    Next Article
    অপেক্ষার অবসান! বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের ৩% DA বৃদ্ধির ঘোষণা ‘এই’ রাজ্যে

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment