Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেল বাংলা, কোন রুটে? বড় ঘোষণা রেলের

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তারপরেই বঙ্গ জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের প্রাক্কালে এবার বড় উপহার নিয়ে হাজির হল মোদি সরকার। ভোটমুখী বাংলা ও অসমকে এক সুতোয় গাঁথতে বাংলা ও অসমকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) দিল ভারতীয় রেল। গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে এই বন্দে ভারত স্লিপার কোচ। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    নববর্ষে বড় উপহার বাংলায়!

    রিপোর্ট মোতাবেক, আজ ২০২৬ এর সূচনার শুভ সন্ধিক্ষণে কলকাতাবাসীকে এক নয়া চমক এবং উপহার দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কলকাতা-গুয়াহাটির জন্য বন্দে ভারত স্লিপারের ঘোষণা করলেন তিনি। ইতিমধ্যে এই রুটে সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে চলতি মাসের দ্বিতীয় ভাগে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘আগামী ১৫-২০ দিনের মধ্যে এই পরিষেবা চালু হবে। সম্ভবত ১৮-১৯ জানুয়ারি চালু হতে পারে। আমরা প্রধানমন্ত্রীকে আবেদন করেছি…২-৩ দিনের মধ্যে দিনক্ষণ জানিয়ে দেব।’

    আরও পড়ুনঃ LPG থেকে PAN, রেলের টিকিট বুকিং! ১ জানুয়ারি থেকে বদলে গেল একাধিক নিয়ম

    বন্দে ভারত স্লিপার হবে ১৬ কোচের

    সূত্রের খবর, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাবে বাংলা ও অসম। গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে এই বন্দে ভারত স্লিপার কোচ। এখনও পর্যন্ত দেশে বন্দে ভারতের কোনও স্লিপার কোচ নেই। এই প্রথম বাংলা ও অসমকে স্লিপার বন্দে ভারত দিচ্ছে কেন্দ্র। পরিষেবার নিরিখে রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনে অসম ও বাংলার খাবার পরিবেশন করা হবে। কলকাতা থেকে যে ট্রেন ছেড়ে অসমে যাবে সেখানে বাঙালি খাবার থাকবে। গুয়াহাটি থেকে যে ট্রেন আসবে তাতে অসমের খাবার দেওয়া হবে। এছাড়াও এই ট্রেনে ১৬টি কোচ থাকবে। গোটা ট্রেনটিই শীতাতপ নিয়ন্ত্রিত। কবচ এবং ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম থাকছে এই ট্রেনে। পাশাপাশি স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক টয়লেট তো রয়েছেই।

    আরও পড়ুন: কৌন বনেগা ক্রোড়পতিতে ১ কোটি জিতলেন CRPF ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস

    ট্রেনের টিকিটের ভাড়া প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, এই বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া হবে থার্ড এসির খাবার সহ প্রায় ২৩০০ টাকা, সেকেন্ড এসির ভাড়া ৩০০০ টাকা এবং ফার্স্ট এসির জন্য বরাদ্দ করা হবে ৩৬০০ টাকা। জানা গিয়েছে, ১৬ কোচের এই স্লিপার ট্রেনটি এক হাজার থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ দূরত্বের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ট্রেনটি অত্যাধুনিক যাত্রী সুযোগ-সুবিধা দিয়ে সুসজ্জিত হতে চলেছে, যা সকলের কাছে বেশ আকর্ষণীয় হবে।

    Click here to Read More
    Previous Article
    মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরি! একসঙ্গে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বড় ঘোষণা
    Next Article
    নতুন বছরের শুরুতেই সুখবর, আজ থেকে রোহিণী রোডে শুরু যান চলাচল, খুশি পর্যটকরা

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment