Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    চিন্তা বাড়বে আমেরিকা-ইউরোপের? রাশিয়া থেকে ফের তেল আসছে আম্বানির শোধনাগারে

    2 সপ্তাহ আগে

    Reliance Industries is again buying oil from Russia.
    Reliance Industries is again buying oil from Russia.

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আবারও, মস্কোর সঙ্গে জামনগরে স্থিত বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারের সংযোগ স্থাপন হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই শোধনাগারটির মালিক আর কেউ নন, ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি। বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুকেশ আম্বানির জামনগর তেল শোধনাগার রাশিয়ার তেল কেনা আবার শুরু করেছে। এবার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) সরবরাহ সেইসব রাশিয়ান কোম্পানিগুলি থেকে আসছে যেগুলি আমেরিকা এবং ইউরোপিয় নিষেধাজ্ঞার আওতায় নেই। কয়েকদিন আগে খবর এসেছিল যে, নিষেধাজ্ঞার কারণে রিলায়েন্স রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়িয়েছে।

    রাশিয়া থেকে ফের তেল আসছে আম্বানির শোধনাগারে (Reliance Industries):

    তবে, এবার নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানিগুলিকে করে প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা নেই এমন কোম্পানিগুলির
    মাধ্যমে রিলায়েন্স আবারও রাশিয়ার তেল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন, সবচেয়ে বড় প্রশ্ন হল আমেরিকা এবং ইউরোপের চিন্তা আবারও বাড়তে পারে কিনা। কারণ, ভারতের রাশিয়ার তেল ক্রয়ের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। তাছাড়া, রাশিয়ার তেল বাজারে প্রবেশ ঠেকাতে রাশিয়ার ২ টি বৃহত্তম কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। অন্যদিকে, ইউরোপও রাশিয়ার তেলের ক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে।

    Reliance Industries is again buying oil from Russia.

    রিলায়েন্স রাশিয়ার তেল সরবরাহ পুনরায় শুরু করেছে: ব্লুমবার্গের একটি রিপোর্টে, বিষয়টির সঙ্গে জ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছাড়ে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা পুনরায় শুরু করেছে। কোম্পানিটি নিষেধাজ্ঞা নেই এমন সরবরাহকারীদের কাছ থেকে তেল কিনে গুজরাটে অবস্থিত তার শোধনাগারে পাঠাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, ভারতের বৃহত্তম তেল শোধনাগারটি Ruseksport থেকে Aframax ট্যাঙ্কারের চুক্তি করেছে এবং দেশীয় গ্রাহকদের সরবরাহ করে এমন ৬,৬০,০০০ ব্যারেল-প্রতিদিনের প্ল্যান্টে তেল পাঠাচ্ছে।

    আরও পড়ুন: ২,০৯৯ শতাংশ বৃদ্ধি! এই ডিফেন্স শেয়ারে রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

    ২ টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ: জানিয়ে রাখি যে, ইউক্রেন যুদ্ধের জন্য ক্রেমলিনের ফান্ড রোধ করার লক্ষ্যে গত অক্টোবরে মস্কোর ২ টি শীর্ষ উৎপাদকের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের পর তেল বাজার রাশিয়ার রফতানির ভবিষ্যৎ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর ফলে ভারতীয় শোধনাগারগুলিকে অনুমোদনবিহীন রাশিয়ান সংস্থা থেকে রফতানির আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।

    আরও পড়ুন: দীপু দাসের পর বাংলাদেশে গণপিটুনিতে আরও এক হিন্দু যুবকের মৃত্যু! কী জানাল পুলিশ?

    ২২ অক্টোবর আমেরিকা রোসনেফ্ট পিজেএসসি এবং লুকোয়েল পিজেএসসির উপর নিষেধাজ্ঞা আরোপের পর রিলায়েন্স নিজেই সেগুলি থেকে ক্রয় বন্ধ করে দেয় এবং ২ টি উৎপাদকের সঙ্গে লেনদেন শেষ করার জন্য রিফাইনারদের এক মাস সময় দেয়। সূত্র অনুযায়ী, গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম রিফাইনারি ক্যাম্পাসের মালিক এবং পরিচালনাকারী রিলায়েন্সকে ২২ অক্টোবরের আগে চুক্তিবদ্ধ জাহাজগুলি গ্রহণের জন্য অতিরিক্ত এক মাস সময় দেওয়া হয়েছিল।

    Click here to Read More
    Previous Article
    আদানির হাতেই বাংলাদেশের বিদ্যুতের সুইচ! পরিস্থিতি বেগতিক হলেই অন্ধকার হবে পড়শি দেশ
    Next Article
    বড় পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর! এই বিশেষ কারণে ব্যবহার করা যাবে ইনস্টাগ্রাম, জারি নির্দেশিকা

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment