Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ছয় ঘণ্টা অবধি সফর সময় কমতে পারে কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপারে

    6 days ago

    সহেলি মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ছুটতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। এই ট্রেনের মাধ্যমে আবারও একবার নতুন করে জুড়তে বাংলা ও আসাম রাজ্য। রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি গুয়াহাটি (কামাখ্যা) এবং হাওড়ার মধ্যে চলবে। তিনি জানিয়েছেন যে ট্রেনটির পরীক্ষামূলক এবং সার্টিফিকেশন সম্পন্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারিতে এটির উদ্বোধন করবেন। যদি ওই ট্রেনের উদ্বোধন কবে হবে সে নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এরই মাঝে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে সামনে এল বড় তথ্য।

    ট্রেনটি কোন কোন শহরকে সংযুক্ত করবে ট্রেনটি?

    রেলের তরফে জানানো হয়েছে, এই স্লিপার ট্রেনটি আসামের কামরূপ মেট্রোপলিটন এবং বঙ্গাইগাঁও জেলা এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলী এবং হাওড়ার জেলার অন্তর্গত জায়গাগুলির মানুষকে সরাসরি উপকৃত করবে। এই ট্রেনের ফলে যার ফলে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের যোগাযোগ আরও জোরদার হবে।

    আরও পড়ুনঃ বুধ থেকে দক্ষিণবঙ্গে শুরু শীতের নয়া স্পেল! তিন জেলায় বৃষ্টির দাপট, আজকের আবহাওয়া

    এই ট্রেনের ধারণ ক্ষমতা এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানলে চমকে উঠবেন আপনিও। জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে, যার মধ্যে ১১টি থ্রি-টায়ার এসি, ৪টি টু-টায়ার এসি এবং ১টি ফার্স্ট-ক্লাস এসি কোচ থাকবে। এর মোট যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮২৩ জন যাত্রী হবে, যা দীর্ঘ দূরত্বের রাতারাতি ভ্রমণকে আরামদায়ক করে তুলবে। এই সেমি হাইস্পিড ট্রেনটির গতিবেগ ১৮০ কিমি/ঘন্টা গতিতে চলবে।

    যাতায়াতের সময় কমবে

    এই ট্রেনটি চালু হওয়ার ফলে দুই রাজ্যের মধ্যে যাতায়াতের সময় এক ধাক্কায় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ওই পথে বর্তমানে চালু থাকা অন্যান্য ট্রেনে যেখানে গড়ে সাড়ে ১৭ ঘণ্টা থেকে ২০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে, সেখানে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচে ওই দূরত্ব অতিক্রম করতে ১৪ ঘণ্টা ২০ মিনিটের কাছাকাছি সময় লাগবে। এর ফলে ওই পথে সফরের সময় অনেকটাই কমবে। রেলের পক্ষ থেকে নতুন ট্রেনের বিস্তারিত সূচি এখনও প্রকাশ করা হয়নি। আগামী দিন দুয়েকের মধ্যে নতুন ট্রেনের রেক হাওড়ায় এসে পৌঁছতে পারে বলে খবর।

    আরও পড়ুনঃ রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহের জেরে স্কুল ছুটির ঘোষণা সরকারের

    ভাড়া কত হবে?

    এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ ট্রেনের ভাড়া কত হবে? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে বন্দে ভারত স্লিপারের ভাড়া বিমান ভাড়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত, 3AC এর জন্য ভাড়া হবে ২৩০০, 2AC এর জন্য প্রায় ৩০০০ এবং প্রথম AC এর জন্য ৩৬০০ টাকা। এটি খুবই আরামদায়ক এবং এতে খাবারও অন্তর্ভুক্ত থাকবে।

    Click here to Read More
    Previous Article
    কড়া পাহারা বাংলায়! বিধানসভা ভোট নিয়ে কড়া সিদ্ধান্তের পথে কমিশন
    Next Article
    বিনিয়োগে বড় চমক! পোস্ট অফিসের এই স্কিমে শুধু সুদেই আয় ৬ লক্ষ

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment