Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ছুটিতে মন ভরাতে চাইলে ঘুরে আসুন বাংলার এই ‘লুকোনো’ পাহাড়ে, পাবেন অনন্য সৌন্দর্য

    5 দিন আগে

    Bakura experience the blend of art, nature, and culture; visit this hill in Bengal

    বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরু হয়েছে বেশি দিন হয়নি। তার ওপর চলছে শীতকাল। এই সময় মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। কিন্তু আপনি অফিসের চাপে বেশি দিনের ছুটি নিয়ে দুরা কোথাও ঘুরতে যেতে পারছেন না। তবে আপনি চাইছেন কোথাও ঘুরতে যেতে। কিন্তু কোথায় ঘুরতে যাবেন সেই পরিকল্পনা করে উঠতে না পারলে, আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ পশ্চিমবঙ্গে এমন এক অমূল্য জায়গা রয়েছে। যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন টেরাকোটার মন্দির, লাল মাটির দেশ, পোড়া মাটির কাজ ও ইতিহাস ও ঐতিহ্য পরিপূর্ণ। আর এই জায়গাটা হল বাঁকুড়া (Bakura)। সপ্তাহের শেষে আপনি এখান থেকে ঘুরে আসতে পারেন।

    শিল্প-প্রকৃতি-সংস্কৃতির মেলবন্ধন, বাংলার এই পাহাড়ে ঘুরে আসুন (Bakura)

    পশ্চিমবঙ্গের এক অমূল্য রত্ন বললো কম বলা হয় বাঁকুড়াকে (Bakura)। কারণ, এখানে গেলে একদিকে যেমন দেখতে পাবেন লাল মাটির পথ, তেমনি দেখতে পাবেন ইতিহাস ও ঐতিহ্য পরিপূর্ণ এই জায়গা। অন্যদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। পাশাপাশি রয়েছে বিহারীনাথ পাহাড়। সব মিলিয়ে লোকসংস্কৃতি ও লোক-দেবতা পেরিয়ে এখানে বিরাজ করে অপার শান্তি। সপ্তাহের শেষে চাইলে আপনি এখানে দুদিনের জন্য ঘুরে যেতেই পারেন।

    Bakura experience the blend of art, nature, and culture; visit this hill in Bengal

     

    এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন এই জেলার সবথেকে উঁচু পাহাড় বিহারীনাথ। পুরাতাত্ত্বিক মহলে এই বিহারীনাথ ধাম এর গুরুত্ব অনেক। পাশাপাশি এই পাহাড়ের নিচেই রয়েছে বিহারীনাথ মন্দির। কথিত রয়েছে এই মন্দিরের শিবলিঙ্গ তৎকালীন রাজা স্বপ্নদেশে পেয়েছিলেন। অপরদিকে শিবের আরেক নাম বিহারীনাথ।

    এছাড়া এইখানে গেলে আপনি দেখতে পাবেন ছোট ছোট গ্রামে ঘেরা রয়েছে সমগ্র বাঁকুড়া জেলাটি। পাশাপাশি এইখানের অপূর্ব দৃশ্য দেখলে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে। তাছাড়া আপনি যদি শীতকালে যান, তাহলে ভোরবেলা পাবেন টাটকা খেজুর রস। এছাড়া এখানে ঘুরতে আসলে আপনি ঘুরে দেখতে পারেন, গড়পঞ্চকোট, জয়চন্ডী পাহাড়, পাঞ্চেত বাঁধ, শুশুনিয়া পাহাড় এবং কল্যাণেশ্বরী মন্দির ও মাইথন বাঁধ। দর্শন করতে পারেন দুই লোকদেবীর আস্তানা অদ্ভুত গ্রাম ভূতাবুড়ি আর ঘাঘরাবুড়ি।

    কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

    শিয়ালদহ থেকে ট্রেনে করে বাঁকুড়া (Bakura) বা রানীগঞ্জে নাম। অথবা আপনি চাইলে গাড়ি নিয়েও চলে যেতে পারেন। এরপর সেখান থেকে চলে যান মধুকুন্ডা। এখানে থাকার জন্য বহু রিসোর্ট রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে পরে আগের থেকে বুকিং করে আসা ভালো।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বের বৃহত্তম তেলভাণ্ডারে নজর ওয়াশিংটনের, ভেনেজ়ুয়েলা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ঘিরে বিতর্ক
    Next Article
    মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল ভাঙরকে অশান্তির আগুনে ঠেলে দিচ্ছে : নওশাদ সিদ্দিকী

    Related Others Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment