Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    CBSE দশম-দ্বাদশের ৩ মার্চের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, নতুন তারিখ কবে?

    1 week ago

    CBSE announced the board exam scheduled for March 3 has been canceled

    বাংলা হান্ট ডেস্ক: সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য রয়েছে বড় খবর। আগামী ৩ মার্চ হচ্ছে না পরীক্ষা। এমনটাই জানালো সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পাশাপাশি কী কারণে পরীক্ষা পেছানো হল সেই বিষয়ে জানিয়ে দিয়েছে বোর্ড।

    ৩ মার্চের বোর্ড পরীক্ষা বাতিল, জানাল CBSE (CBSE)

    সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু ১১০ দিন আগেই চূড়ান্ত সিদ্ধান্ত সুচি ঘোষণা করেছিল সিবিএসই। সেই তারিখ অনুযায়ী ৩ মার্চে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক কারণে ওই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাই দশম শ্রেণী পরীক্ষা শুরু হবে ১১ মার্চ। ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল থেকে।

    CBSE announced the board exam scheduled for March 3 has been canceled

    আরও পড়ুন: নিউ ইয়ার বোনানজা! এক বছর প্রতিদিন ৩ জিবি ডেটা, গ্রাহকদের জন্য ঝড় তুলল এই সংস্থা

    এবার জেনে নিন ১১ মার্চ দশমের যে বিষয়ের পরীক্ষা রয়েছে, সেগুলি হল—হিসাবশাস্ত্র, তিব্বতি, জার্মান, ন্যাশনাল ক্যাডেট কর্পস, ভোটি, বোদো, তাঙ্গখুল, জাপানি, ভুটিয়া, স্প্যানিশ, কাশ্মিরী, মিজ়ো, বাহাসা মেলাউ, এলিমেন্টস অফ বুক কিপিং। পাশাপাশি ১০ এপ্রিল দ্বাদশের লিগ্যাল স্টাডিজ় পেপার বিষয়টির পরীক্ষা নেওয়া হবে।

    তবে অন্য কোন বিষয়ে পরীক্ষা দিনক্ষণের কোন বদল হয়নি। সিবিএসই স্কুলগুলিকে ৩ মার্চের পরীক্ষার দিন বদলের বিষয়টি সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবককে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ।

    যদিও সিবিএসই (CBSE)২০২৬ থেকে দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করবে । যেখানে দশমের প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে। যারা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হবে না, তারা এই দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শেষের পর ১০ দিন পর উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

    Click here to Read More
    Previous Article
    বছর শেষ, তরুণের স্বপ্ন প্রকল্পের ১০০০০ টাকা কবে দেবে রাজ্য? বড় আপডেট এল
    Next Article
    ২০২৫-এ T20-তে সর্বাধিক উইকেট নিয়ে রশিদ খানের রেকর্ড গুঁড়িয়ে দিলেন নাইট তারকা

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment