Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, SBI-র প্রচুর শূন্যপদে নিয়োগ, এভাবে করুন আবেদন

    3 সপ্তাহ আগে

    Job Recruitment in various cadres in SBI apply today

    বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, প্রায় ১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে এফবিআই ব্যাঙ্কে। সম্প্রতি এমনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে (Job Recruitment)। কিভাবে এই চাকরির পরীক্ষায় আবেদন করবেন, শেষ কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেনে নিন সেই বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য।

    SBI-তে বিভিন্ন ক্যাডারে নিয়োগ, আবেদন করুন আজই (Job Recruitment)

    ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন বহু মানুষের থাকে। সেই মতো অনেকেই প্রস্তুতি নিতে শুরু করে। আর আপনিও যদি ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে এক হাজার শুন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Job Recruitment)।

    Job Recruitment in various cadres in SBI apply today

    আরও পড়ুন: ডিম খেলেই ক্যানসারের আশঙ্কা? বৈজ্ঞানিক ভিত্তি কতটা? জানাল খাদ্য নিয়ন্ত্রক সংস্থা FSSAI

    মোট শূন্যপদ: ৯৯৬ টি

    পদের নাম:

    ১. ভিপি ওয়েলথ (এসআরএম)-৫০৬

    ২. এভিপি ওয়েলথ (আরএম)- ২০৬

    ৩. কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউনিভ- ২৮৪

    ১) ভিপি ওয়েলথ (এসআরএম)- এই পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ-তে ৬০ শতাংশ নম্বর থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ব্যাঙ্কের মার্কেটিং-এ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনের বয়স ২৬ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।

    ২) এভিপি ওয়েলথ (আরএম)- এই পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। পাশাপাশি ফিনান্স, মার্কেটিং, ব্যাঙ্কিং-এ স্নাতকোত্তর উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য সেলস ও মার্কেটিংয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন।

    ৩) কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউনিভ- স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স, বয়স ২০ থেকে ৩২ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন।

    কীভাবে আবেদন করবেন?

    সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -তে চাকরির জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে, https://sbi.bank.in/web/careers/current-openings.-এতে যান। ক্লিক করুন “ENGAGEMENT OF SPECIALIST CADRE OFFICERS ON CONTRACT BASIS (ADVERTISEMENT NO: CRPD/SCO/2025-26/17)”-এই অপশনে। এরপরই মিলবে অনলাইন অ্যাপ্লাই অপশন। এরপর ধাপে ধাপে তথ্য দিলেই কাজ শেষ।

    এর পাশাপাশি সাধারণ প্রার্থীদের ফি জমা দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আবেদন মূল্য শূন্য। আর এর আবেদনের শেষ তারিখ- ২৩ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে ফর্ম ফিলাপ করতে হবে (Job Recruitment)।

    Click here to Read More
    Previous Article
    চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ, রেলওয়েতে ৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ
    Next Article
    TET দিতেই হবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলল নতুন ইঙ্গিত, কবে শুনানি সুপ্রিম কোর্টে?

    Related Job Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment