Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    BSNL লঞ্চ করল ২ টি দুর্ধর্ষ প্ল্যান! আনলিমিটেড কলিং সহ ৫০০ GB ডেটা, সঙ্গে ৪৫০ টি ফ্রি চ্যানেল

    6 দিন আগে

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। সেই রেশ বজায় রেখেই BSNL এবার তার ব্যবহারকারীদের জন্য ২ টি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে। যেগুলির মাধ্যমে আনলিমিটেড কলিং থেকে শুরু করে ডেটা এবং ফ্রি SMS সহ ৪৫০ টিরও বেশি ফ্রি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস মিলবে।

    BSNL লঞ্চ করল ২ টি দুর্ধর্ষ প্ল্যান:

    এছাড়াও, ব্যবহারকারীরা পেইড চ্যানেল এবং ৯ টি OTT অ্যাপের অ্যাক্সেসও মিলবে। এই প্ল্যানগুলিতে BiTV সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে। যা ব্যবহারকারীদের টেলিকম পরিষেবা এবং ডিজিটাল বিনোদন উভয় ক্ষেত্রেই অ্যাক্সেস প্রদান করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্ল্যানগুলি ৫০০ GB ডেটা উপলব্ধ করে।

    এই ২ টি প্ল্যান চালু করা হয়েছে: ইতিমধ্যেই BSNL তেলেঙ্গানা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই ২ টি প্ল্যান ঘোষণা করেছে। এই নতুন প্ল্যানগুলির দাম যথাক্রমে ২৯৯ টাকা এবং ৩৯৯ টাকা। ২৯৯ টাকার মাসিক প্ল্যানে ভারত জুড়ে আনলিমিটেড কল এবং ২০ Mbps স্পিডে ৫০০ GB পর্যন্ত হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। এর পরে, ব্যবহারকারীরা 2Mbps স্পিডে আনলিমিটেড ডেটা পাবে। কোম্পানিটি তাদের ২৯৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীদের ৪১৫ টি ফ্রি-টু-এয়ার এবং ৪৫ টি পেইড চ্যানেল উপলব্ধ করে।

    আরও পড়ুন: বাংলাদেশে ফের হিন্দুর ওপর হামলা! ভরা বাজারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন রানা প্রতাপ

    এদিকে, ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৩৯৯ টাকার প্ল্যানে ভারত জুড়ে আনলিমিটেড কলিং সুবিধাও রয়েছে। এছাড়াও, ব্যবহারকারীরা ২০ এমবিপিএস পর্যন্ত গতিতে ৫০০ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা পাবেন। এর পরে, ব্যবহারকারীদের ২ Mbps স্পিডে আনলিমিটেড ডেটা উপলব্ধ করা হয়। কোম্পানি এই প্ল্যানে ৪১৫ টি ফ্রি-টু-এয়ার এবং ৫৭ টি পেইড চ্যানেল উপলব্ধ করে। সঙ্গে ৯ টি OTT অ্যাপের অ্যাক্সেসও প্রদান করে।

    আরও পড়ুন: ৫ বছরে ৬,০০০ শতাংশ বৃদ্ধি! মিলল ১৬,৬৫,০০,০০০ টাকার অর্ডার, এই কোম্পানির স্টকে রকেটের গতি

    BSNL 5G: জানিয়ে রাখি যে, ভারত সঞ্চার নিগম লিমিটেড শীঘ্রই দেশব্যাপী 5G পরিষেবা চালু করবে। এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি সম্প্রতি দেশব্যাপী 4G পরিষেবা চালু করেছে। নতুন বছরেই VoWiFi পরিষেবাও চালু করা হয়েছে। BSNL-এর VoWiFi পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা নেটওয়ার্ক ছাড়াই কলিং উপভোগ করতে পারবেন এবং কল ড্রপের সমস্যা থেকে মুক্তি পাবেন।

    Click here to Read More
    Previous Article
    ছাব্বিশের পুজোয় বক্স অফিস কাঁপাবে ‘দেশু’ জুটি, শুভশ্রীর সঙ্গে ছবি নিয়ে মুখ খুললেন দেব
    Next Article
    ভেনেজুয়েলায় মার্কিন অ্যাকশন! অথচ চিন্তায় ঘুম উড়েছে পাকিস্তানের, কারণ জানলে অবাক হবেন

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment