Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বিশ্ববাজারে লখনউয়ের ছাপ! জিসিসি নীতিতে গ্লোবাল সার্ভিস হাব হতে চলেছে যোগীর উত্তরপ্রদেশ

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক: উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার রাজ্যকে একটি বিশ্বমানের ‘গ্লোবাল সার্ভিস হাবে’ পরিণত করতে একটি যুগান্তকারী নীতি অনুমোদন করেছে। রাজ্য মন্ত্রিসভার সভায় গৃহীত ‘উত্তরপ্রদেশ গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) নীতি-২০২৪’-এর লক্ষ্য তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা ও উন্নয়ন খাতে দেশি ও বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হওয়া বৈঠকে এই পরিকল্পনাকে চূড়ান্ত করা হয়েছে।

    গ্লোবাল সার্ভিস হাবে পরিণত হবে উত্তর প্রদেশ (Uttar Pradesh)

    এই নীতির অধীনে, কোনো বিদেশি বা ভারতীয় বহুজাতিক সংস্থা যদি রাজ্যে তাদের কৌশলগত ও উচ্চ-মূল্যের কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ইউনিট স্থাপন করে, তাকে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। রাজ্যের শিল্পোন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্ত নন্দী জানিয়েছেন, আইটি পরিষেবা, আর্থিক বিশ্লেষণ, পণ্য ডিজাইন, সফটওয়্যার উন্নয়ন ও প্রকৌশল সহায়তার মতো কাজগুলো এই কেন্দ্রগুলোর মাধ্যমে পরিচালিত হবে। রাজ্যের উন্নত বিনিয়োগ পরিবেশ ইতিমধ্যেই চলতি আর্থিক বছরে ২১টি বড় প্রতিষ্ঠানকে আকর্ষণ করেছে।

    আরও পড়ুন: ৭৮ টি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা দেবলীনার! উৎস কী এত ওষুধের? তলে তলে চলছে কালোবাজারি?

    বিনিয়োগকারীদের জন্য চারপাশে আকর্ষণীয় আর্থিক প্রণোদনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে রয়েছে জমির মূল্যে ভর্তুকি, স্ট্যাম্প ডিউটিতে উল্লেখযোগ্য ছাড় এবং মূলধন বিনিয়োগে ক্যাপিটাল ভর্তুকির ব্যবস্থা। এছাড়াও, নতুন কর্মী নিয়োগে উৎসাহ ভাতা, কর্মীদের ইপিএফের একটি অংশ সরকার কর্তৃক পূরণ এবং গবেষণা ও উদ্ভাবনের জন্য বিশেষ প্রণোদনার বিধান রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, এসব সুবিধা দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাজ্যে তাদের গুরুত্বপূর্ণ অপারেশনাল ইউনিট স্থাপনে উৎসাহিত করা।

    রাজ্য সরকারের বক্তব্য, শুধু আর্থিক সুযোগ-সুবিধাই নয়, প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। দ্রুত অনুমোদন প্রক্রিয়ার জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। রাজ্য প্রশাসনের বিশ্বাস, আইন-শৃঙ্খলার উন্নতি, পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণ এবং নীতিগত স্থিতিশীলতা বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    Uttar Pradesh will become a global service hub.

    আরও পড়ুন: ৪ দেশের সঙ্গে সম্পর্ক ছিন্নের নির্দেশ ট্রাম্পের, ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞার তালিকায় ভারতের এই বন্ধু রাষ্ট্র

    এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে হাজার হাজার উচ্চ-দক্ষতার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে, যা রাজ্যের মেধাবী যুবশক্তিকে কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি জমাতে বাধ্য করবে না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের মূল লক্ষ্য হল, উন্নত পরিকাঠামো, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত সমর্থনের সমন্বয়ে উত্তরপ্রদেশকে বিশ্ব অর্থনীতির মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। লখনউ আশা করছে, এই নীতি রাজ্যকে বৈশ্বিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।

    Click here to Read More
    Previous Article
    চাঁদে মানুষ পাঠানোর দিনক্ষণ জানালেন ISRO-র চেয়ারম্যান
    Next Article
    মুসলিমদের সভাতে গেলেই যে মাথায় কাপড় দিতে হবে কোথাও লেখা নেই ! সাফ কথা রেবেকা মোল্লার

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment