Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বিষ্ণুপুর-তারকেশ্বর রেল প্রকল্প নিয়ে বড় মন্তব্য মমতার

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে এসে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় দুই-তৃতীয়াংশ আসন দখল করে ক্ষমতায় আসার ‘হুঁশিয়ারি’ বিলি করলেন। শুধু তাই নয়, তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ করেছেন। এছাড়াও সাংবাদিক বৈঠক থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নও করেন অমিত শাহ। তিনি বলেন, “কেন রাজ্য সরকার বর্ডার ফেন্সিং করার জন্য জমি দিচ্ছে না? ” আর সেই প্রশ্নের কড়া জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের (Tarakeswar Bishnupur Rail Project) প্রসঙ্গ।

    জমি নিয়ে শাহকে একহাতে নিলেন মমতা!

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরে বড়জোড়া বিধানসভা এলাকায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে দলীয় জনসভায় বক্তব্য রাখেন। সেখানেই অমিত শাহের একের পর এক অভিযোগকে টার্গেট করে চাঁচাছোলা ভাষায় কড়া জবাব দিলেন। প্রথমেই অমিত শাহের জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে তিনি বলেন, “আমি জমি দিচ্ছি না বলে শকুনি মামার চ্যালারা বলে বেড়াচ্ছে। মমতা যদি জমি না দেয় তাহলে বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথ কীভাবে হল? রানিগঞ্জ, জামুড়িয়ায় ইসিএল কীভাবে কয়লা উত্তোলন করছে? ঘোকসাডাঙা, অণ্ডালে কে জমি দিয়েছে?”

    আরও পড়ুনঃ ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে শীত? মিলল আভাস

    শিল্প নিয়ে তুলে ধরলেন একরাশ তথ্য

    রাজ্যে শিল্প এবং BSF-দের জমি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ রঘুনাথপুর থেকে ডানকুনি পর্যন্ত আমরা শিল্প করিডর করছি। আর ওই করিডর বাঁকুড়ার উপর দিয়ে যাবে। এছাড়াও ওই করিডরকে কেন্দ্র করে দু’পাশে আগামী দিনে বহু কলকারখানা তৈরি হবে।” শিল্পের পাশাপাশি এদিন মমতা দাবি করেছেন যে বাঁকুড়ায় সরকার ১৩৪ কোটি টাকায় ১২টি সেতু গড়েছে। এছাড়াও একাধিক জলপ্রকল্প গড়ে তোলা হয়েছে। তারজন্যও জমির কোনও অভাব হয়নি। অন্যদিকে BSF কে জমি দেওয়ার প্রসঙ্গে মমতা বলেন, “ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য আমরা অনেক জমি দিয়েধি। আগে সেগুলি বেড়া দিক।”

    আরও পড়ুন: হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল দিল রেল, জানুন ভাড়া এবং রুট

    উল্লেখ্য প্রকল্প হোক কিংবা শিল্প বরাবরই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। তবে জমি সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগ কিছুতেই মেনে নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় তিনি বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছিলেন। যার মধ্যে অন্যতম ছিল বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথ। কিন্তু নানা জটিলতার কারণে ওই প্রকল্প থমকে গেলেও পরে তা অনেকটাই মিটেছে। তাই জমির জবাব এদিন মমতা এই প্রকল্পের উদাহরণের মাধ্যমে কেন্দ্রের মুখে ঝামা ঘষে দিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ২৬-এ বাংলার ভোটের ভবিষ্যৎ নিয়ে কি বললেন জোতিষশাস্ত্রী সুব্রত ব্যানার্জি
    Next Article
    মাত্র ৪৪ টাকাতেই এক বছর সক্রিয় থাকবে Jio-র সিম! জানুন কীভাবে

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment