Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বেলেঘাটায় যৌন লালসার শিকার ৩ বছরের শিশুকন্যা, রেল লাইনের ধারে যা হল …

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই ফের খাস কলকাতায় ঘটে গেল এক ভয়ঙ্কর বিপদ। ধর্ষণের শিকার তিন বছরের এক শিশুকন্যাকে (Minor Girl Raped In Beleghata)। জানা গিয়েছে বেলেঘাটায় চাউল পট্টি রেল ব্রিজে ধারের বসতির বাসিন্দা ছিল ওই শিশুকন্যা। এই ঘটনার অভিযোগ উঠেছে শিশুকন্যার পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নির্যাতিতা শিশুকন্যা।

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেলেঘাটায় চাউল পট্টি রেল ব্রিজে ধারে। সেখানকারই বাসিন্দা ছিল তিন বছরের নির্যাতিতা শিশুকন্যা। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা নাগাদ রেল লাইনের ধারে শিশুটি এলাকায় খেলছিল। তখন এক মধ্যবয়স্ক ব্যক্তি শিশুটিকে আদর করার অছিলায় তাকে বুঝিয়ে রেল লাইনের ধারে অন্ধকার জায়গায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ওই শিশুকন্যার কান্নার আওয়াজ শুনতে পান কয়েকজন। শীতের সন্ধ্যেতে শিশুকন্যার ওই চিৎকার শুনেই এলাকায় ছুটে আসেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তখন শিশুটিকে ওই অবস্থায় বিপজ্জনকভাবে রেল লাইনের ধারে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।

    অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

    নির্যাতিতা শিশুর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা। গিয়ে দেখেন, শিশুকন্যার যৌনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। ভয়ংকর বিপদ বুঝে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সকলে। এদিকে শিশুর চিকিৎসা চলাকালীন রাতেই বেলেঘাটা থানায় অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য দ্বারস্থ হয় শিশুর পরিবার। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরতে পুলিশ তদন্ত শুরু করে। ‘প্লেস অব অকারেন্স ফিক্সড’ করে দেখা যায় সেটি GRP এলাকার অন্তর্গত। তারপরই খবর দেওয়া হয় শিয়ালদহ জিআরপিকে। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পকসো আইনে মামলা শুরু করছে পুলিশ। আজ, ধৃতকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে।

    আরও পড়ুন: শ্মশান বিক্রির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! শেষ দেখে ছাড়ব হুঙ্কার অশোক দিন্দার

    উল্লেখ্য, গত অক্টোবরে কলকাতায় আরও এক ধর্ষণের ঘটনা ঘটেছিল। গার্ডেনরিচ থানা এলাকায় এক নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল মেয়েটিরবাবার এক সহকর্মীর বিরুদ্ধে। বাবার অফিসে নাবালিকার একা থাকার সুযোগে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। এমনকী যৌন হেনস্থার কথা সকলকে জানালে পরিনাম ভাল হবে না বলেও হুমকিও দেন। এদিকে দিনের পর দিন মেয়েদের ওপরে পাশবিক অত্যাচারের ঘটনায় বারংবার প্রশ্নের মুখে পড়ছে প্রশাসনের ভূমিকা।

    Click here to Read More
    Previous Article
    Banglahunt Social Summit 2025-এর "Best Female Comedy Creator of the Year"@ivyghoshshorts
    Next Article
    অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০০ টাকা! তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে রাজ্য দিল বড় আপডেট

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment