Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বারবার বাপের বাড়ি যেত স্ত্রী, JCB নিয়ে শ্বশুরবাড়িতে হামলা ক্ষুব্ধ স্বামীর

    2 weeks ago

    Jharkhand JCb Case
    Jharkhand JCb Case

    সৌভিক মুখার্জী, কলকাতা: ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রী ঘনঘন বাপের বাড়িতে যেত, সেই কারণে ক্ষুব্ধ হয়ে মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে জেসিবি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক স্বামীর বিরুদ্ধে, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি বাড়ির চারদিকের পাঁচিল ভেঙে ফেলা হয়েছে।

    কোথায় ঘটল এই ঘটনা?

    নবভারত টিভির এক প্রতিবেদন অনুযায়ী খবর, এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডির জামুয়া থানা এলাকার সিরসিয়া গ্রামে। অভিযুক্ত ওই যুবকের নাম পিন্টু মন্ডল। অভিযোগ উঠছে, গভীর রাতে মদ্যপ অবস্থায় জেসিবি নিয়ে সে শ্বশুরবাড়িতে গিয়ে হামলা করে। তারপর বাড়ি ভেঙে ফেলার হুমকি দেয়। এমনকি বাড়ির চারদিকের পাঁচিল ভেঙে ফেলা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং হইহুল্লোড় পড়ে যায় ওই এলাকায়। তবে ততক্ষণে অভিযুক্ত স্বামী জেসিবি নিয়ে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

    আরও পড়ুনঃ IPL-র আগেই চরম দুঃসংবাদ! মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি KKR তারকা

    পুলিশ সূত্রে খবর, প্রায় সাড়ে চার বছর আগে পিন্টু মন্ডলের বিয়ে হয়েছিল। তার স্ত্রী উর্মিলার বাপের বাড়ি সিরসিয়া গ্রামে এবং পাশের গ্রাম গাদি চুঙ্গোলোতে তার শ্বশুরবাড়ি। পিন্টু অভিযোগ করছে, যখনই শ্বশুরবাড়িতে কোনও কাজের সময় আসে, তখন আমার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। শ্বশুর-শাশুড়িরাও ওকে একবারও ফিরতে বলে না। বহুবার নিয়ে আসার চেষ্টা করলেও ও এবং ওর পরিবার কেউই রাজি হয়নি। আর আমার দুই সন্তানকেও আমার কাছে আসতে দেওয়া হয় না।

    স্ত্রীর পাল্টা অভিযোগ

    তবে পিন্টু মন্ডলের স্ত্রী উর্মিলা সম্পূর্ণ ভিন্ন অভিযোগ করছে তার স্বামীর বিরুদ্ধে। তিনি দাবি করছেন, আমার স্বামী প্রায় প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আমাকে মারধর করত। নিজের এবং দুই সন্তানের নিরাপত্তার কথা ভেবেই আমি বাপের বাড়ি থাকছি। তিনি জানিয়েছেন, শ্বশুরবাড়িতে মাঝেমধ্যেই যান এবং এক সপ্তাহ আগেই সেখান থেকে ফিরেছেন। তবে স্বামীর আচরণের কারণেই ওখানে থাকা সম্ভব হয় না।

    আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনার মুখে খাবার তোলা ১০ বছরের শ্রবণ পেল বাল পুরস্কার

    এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জামুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি বিভূতিদেব কুমার জানিয়েছেন, ঘটনার বিষয়ে আমরা প্রাথমিক তথ্য শুনতে পেয়েছি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এবং তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    আরাবল্লী ইস্যু ডিকোড : যে কথা বাকি মিডিয়া বা ইনফ্লুএন্সার বলছে না | Aravalli Parvat Decode
    Next Article
    কোহলিদের দলে জায়গাই পাবেন না KKR ছুট ৭ কোটির ভেঙ্কটেশ আইয়ার, জানালেন কুম্বলে

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment