Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আরও শক্তিশালী হল দেশের গ্রিন এনার্জি অভিযান! এবার যা করে দেখাল ভারত, জানলে চমকে উঠবেন

    1 week ago

    Green energy campaign of India has become even stronger!
    Green energy campaign of India has become even stronger!

    বাংলাহান্ট ডেস্ক: ভারত (India) ইতিমধ্যেই ১৩২ টি বায়োগ্যাস (CBG) প্ল্যান্ট স্থাপন করেছে, যার মোট উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৯২০ টন। পাশাপাশি, সাসটেইনেবল অল্টারনেটিভ টুওয়ার্ডস অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন (SATAT) উদ্যোগের অধীনে আরও উৎপাদন ক্ষমতা যুক্ত করার কাজ চলছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি সামাজিক মাধ্যম এক্স (X)-এ এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরিচ্ছন্ন জ্বালানির দিকে দেশের অগ্রযাত্রায় CBG একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    আরও শক্তিশালী হল ভারতের (India) গ্রিন এনার্জি অভিযান:

    মন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, CBG কর্মসূচি কৃষি বর্জ্য ও অন্যান্য জৈব বর্জ্যকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করছে। এর ফলে একদিকে যেমন গ্রামীণ আয় বাড়ছে, অন্যদিকে তেমনই দূষণ হ্রাস পাচ্ছে। হরদীপ সিং পুরির কথায়, একসময় যে উপাদানগুলোকে বর্জ্য হিসেবে দেখা হতো, আজ সেগুলিই উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠছে। বর্তমানে দেশে কার্যরত ১৩২টি CBG প্ল্যান্টের মাধ্যমে এই পরিবর্তন বাস্তবে রূপ নিচ্ছে এবং SATAT-এর আওতায় এই পরিকাঠামো আরও বিস্তৃত করা হচ্ছে।

    আরও পড়ুন:হয়ে যান সতর্ক! বিমানে যাত্রীরা আর ব্যবহার করতে পারবেন না এটি, DGCA জারি করল নির্দেশিকা

    দেশজুড়ে বর্জ্য ও জৈববস্তু স্তূপের উৎস থেকে CBG উৎপাদনের উপযোগী পরিবেশ তৈরি করতে SATAT উদ্যোগটি ১ অক্টোবর ২০১৮ সালে চালু হয়। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, এই প্রকল্পের আওতায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL), হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL), গেইল (GAIL) এবং ইন্ড্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)-এর মতো তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি উদ্যোক্তাদের কাছ থেকে CBG ক্রয় ও বিপণনের জন্য আগ্রহপত্র আহ্বান করেছে।

    এর পাশাপাশি, দেশে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়াতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। হরদীপ সিং পুরি জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ভারত তেল, গ্যাস ও কয়লা স্তরের মিথেন সংক্রান্ত মোট ৫০টি নতুন অনুসন্ধান ও উৎপাদন সম্পদ চালু করেছে। তাঁর মতে, এই অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

    Green energy campaign of India has become even stronger!

    আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে উদ্বিগ্ন ভারত! সমস্যার সমাধানে কী বার্তা দিল দিল্লি?

    মন্ত্রী আরও জানান, সরকার মোট ৫০টি নতুন অনুসন্ধান ও উৎপাদন ব্লক অফার করছে। এর মধ্যে ওপেন একরেজ লাইসেন্সিং পলিসি (OALP-X)-এর অধীনে ২৫টি ব্লক, ডিসকভারড স্মল ফিল্ডস (DSF-IV)-এর অধীনে ৯টি চুক্তি এলাকায় ৫৫টি ক্ষেত্র এবং স্পেশাল কয়লা-বেড মিথেন বিডিং রাউন্ডের ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, তেলক্ষেত্র (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংশোধনী আইন, ২০২৫ এবং PNG নিয়ম, ২০২৫ এই খাতে একটি অভিন্ন নিয়ন্ত্রক কাঠামো এনে ব্যবসা করা আরও সহজ করেছে।

    Click here to Read More
    Previous Article
    Maruti Suzuki-র এই SUV-তে মিলছে ১ লাখ ১৮ হাজার টাকা ডিসকাউন্ট!
    Next Article
    ভেনেজুয়েলা দখল আমেরিকার? এই রাত থেকেই কি শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ!

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment