Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আজ থেকে ভাড়া বাড়ল ট্রেনের, পুরনো টিকিটেও দিতে হবে বেশি টাকা? জানুন

    2 weeks ago

    train fare hike
    train fare hike

    সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার থেকে ট্রেনে ভ্রমণ আরও মহার্ঘ্য হল। আজ থেকে ভারতীয় রেল ভাড়ায় (Train Fare Hike) কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছে, যা আপনার জানা উচিত। আজ থেকেই দেশজুড়ে ট্রেনের নতুন ভাড়া কার্যকর হচ্ছে। ২১৫ কিলোমিটারের বেশি ভ্রমণের জন্য, সাধারণ শ্রেণীতে প্রতি কিলোমিটারে এক পয়সা, মেইল/এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দুই পয়সা এবং সমস্ত ট্রেনের এসি ক্লাসে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

    আজ থেকে ভাড়া বাড়ল ট্রেনের

    রেলওয়ে সাধারণ এবং এসি উভয় শ্রেণীর টিকিটের দাম বাড়িয়েছে। ভারতীয় রেলওয়ের এই সিদ্ধান্তের ফলে আপনাকে টিকিটের জন্য বেশি দাম দিতে হবে। তবে, যাদের পাস আছে তারা এসবের আওতায় পড়বেন না। ভারতীয় রেলের নির্দেশ অনুযায়ী, আজ থেকে সমস্ত ট্রেনে ভাড়া বৃদ্ধি কার্যকর করা হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র ২১৫ কিলোমিটারের বেশি ভ্রমণকারী যাত্রীদের উপর প্রভাব ফেলবে। তবে, রেলওয়ে জানিয়েছে যে ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের পকেটে তেমন কোনও বড় প্রভাব পড়বে না।

    এক নজরে দেখে নিন নতুন রেট

    মেইল/এক্সপ্রেস ট্রেনের নন-এসি এবং এসি উভয় শ্রেণীর ভাড়া প্রতি কিলোমিটারে দুই পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্লিপার ক্লাস, এসি চেয়ার কার, এসি ৩-টায়ার, এসি ২-টায়ার এবং এসি প্রথম শ্রেণী। ৫০০ কিলোমিটার যাত্রার জন্য ভাড়া ১০ টাকা বৃদ্ধি পাবে। ২১৫ কিমি অবধি ভ্রমণ করলে অতিরিক্ত টাকা দিতে হবে না। ২১৬-৭৫০ কিমির ক্ষেত্রে ৫ টাকা, ৭৫১-১২৫০ কিমি পথের জন্য ১০ টাকা, ১২৫১-১৭৫০ কিমি পথের জন্য ১৫ টাকা এবং ১৭৫১-২২৫০ কিমি পথের জন্য ২০ টাকা বেশি গুনতে হবে যাত্রীদের।

    আরও পড়ুনঃ শিক্ষকদের রামধাক্কা দিল রাজ্য সরকার! বড় সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের

    অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তেজস রাজধানী, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, তেজস, মহামনা, গতিমান, অন্ত্যোদয়, গরীব রথ, জন শতাব্দী, যুব এক্সপ্রেস, নমো ভারত র‍্যাপিড রেল এবং সাধারণ অ্যাপ যেখানে এমইউএসি/এমইউএসি, এমইউএসি, এমইউএসি-এর সাধারণ পরিষেবাগুলি সহ প্রধান ট্রেন পরিষেবাগুলির বিদ্যমান মূল ভাড়া রয়েছে। অনুমোদিত শ্রেণীভিত্তিক বেসিক ভাড়ার সাথে সামঞ্জস্য রেখে সংশোধিত হয়েছে।

    বিশেষ বার্তা রেলের

    রেলওয়ে আরও স্পষ্ট করে জানিয়েছে যে স্থানীয় (শহরতলির) ট্রেন এবং মাসিক সিজন টিকিটের দামে কোনও পরিবর্তন করা হয়নি। যাদের কাছে মান্থলি টিকিট আছে, প্রতিদিন নির্ধারিত স্টেশনগুলির মধ্যে ভ্রমণ করেন তাদের কোনও অতিরিক্ত ভাড়া দিতে হবে না। রেলওয়ে জানিয়েছে যে এই সিদ্ধান্তের লক্ষ্য নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের উপর বোঝা কমানো, তাদের জন্য দৈনন্দিন ভ্রমণ সহজ করা।

    আরও পড়ুনঃ চরম নাটক! বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগের দিনই সরলেন টিমের মালিক

    পুরনো টিকিটের কী হবে?

    একটা বিষয় এখানে জানিয়ে রাখি, যারা আজকে থেকে টিকিট কাটবেন তাদের ক্ষেত্রেই এই নতুন হার প্রযোজ্য হবে। আগে থেকে যারা টিকিট কেটে রেখেছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। ধরুন ২০ ডিসেম্বর কেউ ২ ফেব্রুয়ারির জন্য টিকিট কেটেছিলেন সে ক্ষেত্রে নতুন ভাড়া তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

    Click here to Read More
    Previous Article
    দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা গিগ কর্মীদের! মিলবে না ডেলিভারি
    Next Article
    অরুণাচলকে ভারতের অংশ বলায় চিনে ১৫ ঘণ্টা আটক ভারতীয় ইউটিউবার! মিলল না জল, খাবার

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment