Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আড়াই ঘন্টায় কলকাতা থেকে পুরী, জানুয়ারি থেকেই চালু বন্দে ভারত স্লিপার, কত হবে ভাড়া?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) মুকুটে নতুন পালক বন্দে ভারত স্লিপার ট্রেন। নতুন বছরের শুরুতেই সফল ট্রায়াল রান হয়েছে ট্রেনের। চলতি জানুয়ারি মাসেই পরিষেবা চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপারের। ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যেই এই ট্রেনের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে আরও ৮ টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    চলতি মাসেই চালু হবে বন্দে ভারত (Indian Railways) স্লিপার ট্রেন

    এই ট্রেন চালু হলে দেশের উত্তর-পূর্ব থেকে কলকাতার মানুষের যাতায়াত সহজতর হয়ে উঠবে। রেলের তরফে আরও জানানো হয়েছে, যাত্রী সুবিধার জন্য অন্যান্য ট্রেনের তুলনায় অনেক উন্নত বৈশিষ্ট্য রাখা হয়েছে এই ট্রেনে। কিন্তু ট্রেনের ভাড়া কত হবে?

    When will indian railways vande bharat sleeper train service start

    কত হবে ভাড়া: সরকারি তথ্য বলছে, গুয়াহাটি থেকে কলকাতা থার্ড এসি ট্রেনের ভাড়া হবে ২৩০০ টাকা। সেকেন্ড এসি ট্রেন এবং ফার্স্ট এসি ট্রেনের ভাড়া হবে যথাক্রমে ৩০০০ টাকা এবং ৩৬০০ টাকা! উন্নত বৈশিষ্ট্য যুক্ত এই সেমি হাইস্পিড ট্রেনটিতে রয়েছে মোট ১৬ টি কোচ। থাকছে ১১টি থার্ড এসি, ৪টি সেকেন্ড এসি এবং ১টি ফার্স্ট এসি কোচ। প্রতি ঘন্টায় ১৮০ কিমি পর্যন্ত গতি তুলতে সক্ষম বন্দে ভারত স্লিপার (Indian Railways)।

    আরও পড়ুন : বন্ধ হতে বসেছে UTS অ্যাপ? শুরু জল্পনা, ট্রেনের মান্থলি টিকিট কাটার জন্য এবার বিকল্প কী?

    কোন কোন স্টেশন ধরবে: রেল সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকেই ছাড়বে ট্রেনটি। যাত্রাপথে হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহারের মতো স্টেশনগুলি হয়ে অসমের বনগাইগাঁও এবং কামরূপ মেট্রোপলিটন জেলায় পৌঁছাবে। অন্যদিকে হাওড়া-কামাখ্যা রুটে ট্রেনটি থামবে ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও এবং কামাখ্যা স্টেশনে। মাত্র ১৪ থেকে ১৫ ঘন্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার।

    আরও পড়ুন : ‘আগে তো একসঙ্গে ঘুগনি খেতিস’, রচনা-অসিতের ‘ঝগড়া’ মেটাতে আসরে সাংসদ কল্যাণ

    যেমনটা জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ জানুয়ারি বন্দে ভারত স্লিপার ট্রেনটি উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ জানুয়ারি মালদায় জনসভা করবেন তিনি। এরপর হাওড়ায় ট্রেন উদ্বোধন করে একটি রাজনৈতিক সভা করবেন মোদী।

    Click here to Read More
    Previous Article
    অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০০ টাকা! তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে রাজ্য দিল বড় আপডেট
    Next Article
    Banglahunt Social Summit 2025-এর "Most Impactful Social Content Creator" @saikatmondol6146

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment