Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ‘পাকিস্তান একটা গণতন্ত্রহীন দেশ, ওদের পরমাণু বিশ্বের জন্য হুমকি!’ পুতিন

    2 সপ্তাহ আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের এমন বহু দেশ রয়েছে যাদের কাছে পাকিস্তান এক প্রকার হুমকি স্বরূপ। সেই তালিকার একেবারে শুরুর দিকেই রয়েছে ভারত, আফগানিস্তান সহ একাধিক দেশ। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা পাকিস্তানকে বন্ধু বলে চেল্লালেও একটা সময় পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ ছিল আমেরিকার জন্য দুশ্চিন্তার। রাশিয়ার ক্ষেত্রেও ইসলামাবাদ ছিল উদ্বেগের কারণে। সম্প্রতি সেই তথ্যই উঠে এসেছে পুরনো এক আর্কাইভ থেকে। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেকার একটি কথোপকথনে পাকিস্তানকে গণতন্ত্রহীন দেশ হিসেবে বর্ণনা করা হয়েছিল (Vladimir Putin On Pakistan)।

    রাশিয়া এবং আমেরিকার জন্য হুমকি হয়ে উঠেছিল পাকিস্তান!

    পুরনো আর্কাইভ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 2001 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে কথা বলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন পাকিস্তানকে গণতন্ত্রহীন দেশ বলে বর্ণনা করেন। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের নেতা পাকিস্তানের পারমানবিক কর্মসূচিকে বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য বড়সড়ো হুমকি হিসেবে বিবেচনা করেছিলেন।

    অবশ্যই পড়ুন: আজ থেকে ভাড়া বাড়ল ট্রেনের, পুরনো টিকিটেও দিতে হবে বেশি টাকা? জানুন

    ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, 2001 থেকে 2008 সালের মধ্যে পুতিন এবং তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বুশের পারস্পরিক ফোন কল এবং সভায় বারবার উঠে এসেছিল পাকিস্তানের প্রসঙ্গ। সেখানেই কখনও পুতিন আবার কখনও তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

    অবশ্যই পড়ুন: চরম নাটক! বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগের দিনই সরলেন টিমের মালিক

    বলাই বাহুল্য, 2001 সালের 16 জুন, স্লোভানিয়ায় একটি বৈঠকে অংশ নেন ভ্লাদিমির পুতিন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। সেখানেই পুতিন বুশকে বলেছিলেন, “পাকিস্তান এমন একটা দেশ যেখানে কোনও গণতন্ত্র নেই। কিন্তু তা সত্ত্বেও এটি একটি পারমাণবিক অস্ত্রধর দেশ। পাকিস্তানের পরমাণু অস্ত্র বিশ্বের জন্য হুমকি। কিন্তু পশ্চিমারা এর সমালোচনা করেন না।” দীর্ঘ সময় পর আজকের দিনে দাঁড়িয়ে এই তথ্য সত্যিই চমকে দেওয়ার মতো।

    Click here to Read More
    Previous Article
    বাংলাদেশে ‘রকগুরু’ জেমসের কনসার্টে ইটবৃষ্টি! আহত ২৫ থেকে ৩০ জন
    Next Article
    ‘মমতাকে বাংলাদেশিরাও ভরসা করে!’ সৌগত রায়ের বক্তব্যে উত্তাল রাজ্যের রাজনীতি

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment