Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২১ বছর বয়সে ২.৫ কোটির বেতনের চাকরি! নজির গড়ল IIT হায়দ্রাবাদের ছাত্র

    1 week ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: প্রযুক্তি শিক্ষা খাতে ভারতে এক বিরাট ইতিহাস। আইআইটি হায়দ্রাবাদের কম্পিউটার সায়েন্স বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র এডওয়ার্ড নাথান ভার্গিজ (Edward Nathan Varghese) পেল ২.৫ কোটি টাকার রেকর্ড চাকরির অফার। আর এই প্যাকেজ শুধুমাত্র আইআইটি হায়দ্রাবাদ নয়, বরং প্রতিষ্ঠির পর থেকে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ অফার। জানা যায়, নেদারল্যান্ডসের বিশ্ব বিখ্যাত গ্লোবাল ট্রেডিং সংস্থা Optiver এই বিশাল অঙ্কের চাকরি অফার করেছে। সেই সূত্রে আগামী জুলাই মাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সংস্থাটির নেদারল্যান্ডস অফিসে যোগ দেবে এডওয়ার্ড।

    সামার ইন্টার্নশিপ থেকেই চাকরি

    এনডিটিভির রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই চাকরির অফারটি এসেছিল দু’মাসের সামার ইন্টার্নশিপকে প্রি-প্লেসমেন্ট অফারে রূপান্তরিত করার মাধ্যমে। জানা যায়, একই ইন্টার্নশিপে নির্বাচিত আর একজন ছাত্রকে পিছনে ফেলে এডওয়ার্ড সুযোগ পায়। সে নিজেই জানিয়েছে, প্লেসমেন্ট সিজনে একমাত্র সংস্থা Optiver-এ সে ইন্টারভিউ দিয়েছিল এবং সেখানেই সে সফল হয়। মিডিয়াকে এডওয়ার্ড জানিয়েছে, তাঁর এই সাফল্যের মূল কারণ আইআইটি ট্যাগ, ফ্লেক্সিবল কারিকুলাম আর প্রথম বছর থেকে কোডিং ও কম্পিউটার প্রোগ্রামিং-এর উপর জোর। তাঁর দাবি, আইআইটি হায়দ্রাবাদে পড়াশোনার ধরন বাস্তব দুনিয়ায় সমস্যা সমাধানে ছাত্রদের অনেকটা এগিয়ে রাখে।

    আরও পড়ুন: DA নিয়ে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে ফের নবান্ন অভিযান! বড় ঘোষণা কর্মীদের

    কে এই এডওয়ার্ড নাথান ভার্গিজ?

    একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গেল, তাঁর জন্ম এবং বেড়ে ওঠা হায়দ্রাবাদেই। ক্লাস ৭ থেকে ১২ পর্যন্ত সে বেঙ্গালুরুর স্কুলে পড়ত। তারপর ২০২২ সালে সে জেইই মেইন দেয়। যেখানে তাঁর র‍্যাঙ্ক হয় ১১০০। এরপর একই বছরের সে জেইই অ্যাডভান্সড দিয়ে ৫৫৮ র‍্যাঙ্ক অর্জন করে। তারপর সিএটি ২০২৫-এ সে ৯৯.২৬ শতাংশ নম্বর নিয়ে ১২০ র‍্যাঙ্ক পায়। এমনকি একইসঙ্গে সে পড়াশোনার পাশাপাশি ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সে আগ্রহী ছিল।

    তবে হ্যাঁ, শুধুমাত্র পড়াশোনা নয়, বরং ক্যাম্পাসের দায়িত্ব সামলাতেও সে ছিল সক্রিয়। লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী জানা যায়, সে অফিসার অফ কেরিয়ার সার্ভিসের ওভারঅল হেড হিসেবে দায়িত্ব পালন করত। এমনকি একজন স্টুডেন্ট ম্যানেজার এবং ২৫০ জন কো-অর্ডিনেটর টিমকে নেতৃত্ব দিয়েছিল সে। আর এর আগে প্রায় ১১ মাস ইন্টার্নশিপ সেল কো-অর্ডিনেটর হিসেবেও কাজ করেছে। আর এই অভিজ্ঞতাই তাঁকে ইন্ডাস্ট্রির সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করতে সাহায্য করেছে বলে মত প্রকাশ বিশেষজ্ঞদের। বলে রাখার বিষয়, এডওয়ার্ডের বাবা-মা দুজনেই ইঞ্জিনিয়ার। সেই সূত্রে ছেলের এই ঐতিহাসিক সাফল্যে তাঁরা খুবই গর্বিত।

    আরও পড়ুন: মার্চ মাস থেকে ATM-এ বন্ধ হচ্ছে ৫০০ টাকার নোট? জানিয়ে দিল কেন্দ্র সরকার

    সবশেষে একটি তথ্য দিয়ে রাখি, আইআইটি হায়দ্রাবাদের এখনও পর্যন্ত সর্বোচ্চ প্যাকেজ ছিল ২০১৭ সালে ১.১ কোটি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৯০ লক্ষ আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৬৬ লক্ষ টাকা। তবে সেখানে চলতি বছরে ২.৫ কোটি টাকার অফার একেবারে নতুন মাইলফলক স্পর্শ করল তা বলার অপেক্ষা রাখে না।

    Click here to Read More
    Previous Article
    সন্দেশখালিতে পুলিশের উপর হামলায় অভিযুক্ত এই মুসা মোল্লা কে? চিনুন
    Next Article
    ভোটের আগেই জয় বিজেপির! ৬৮ আসনে বড় খেলা দেখাল ভারতীয় জনতা পার্টি

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment