Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    108MP ক্যামেরা, ১২ হাজারের কমে সেরা দু’দুটি স্মার্টফোন

    1 week ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরার কোনও স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল ধামাকাদার সংবাদ। কারণ, 10,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যেই বাজারে এমন দু’দুটি স্মার্টফোন (Budget Smartphone) রয়েছে, যেখানে 108MP ক্যামেরা, 12GB পর্যন্ত RAM এবং বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির সুবিধা পাওয়া যাচ্ছে। কিন্তু কোন দুটি ফোন আর কী কী ফিচার্স রয়েছে? জানুন এই প্রতিবেদনে।

    POCO M6 Plus 5G

    POCO M6 Plus 5G ফোনটি বর্তমানে অ্যামাজন ইন্ডিয়াতে মাত্র 10,999 টাকাতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ক্যামেরা হিসেবে ফোনটিতে 108MP একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। পাশাপাশি 13MP  ফ্রন্ট ক্যামেরা থাকছে। আর পারফরমেন্স নিয়ে কোনও কথা হবে না। কারণ, ফোনটিতে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া রয়েছে যা গেমিংয়ের জন্য দারুণ। এমনকি 6.79 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট একটি। এদিকে ফোনটিতে 5030mAh এর একটি ব্যাটারি সাপোর্ট করবে, যার সাথে আবার 33W ফাস্ট চার্জিং দেওয়া রয়েছে। তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ অপশন।

    আরও পড়ুন: পাকিস্তানের বন্ধু তুর্কিকে শায়েস্তা করতে ভারতের থেকে সাঁজোয়া গাড়ি কিনতে পারে গ্রিস

    Motorola G60

    Motorola G60 ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র 12,000 টাকায়। আর এটিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে মিলছে। এই ফোনটিতেও রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি 8MP আলট্রা-ওয়াইড লেন্স, 2MP ডেপথ সেন্সর এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এক কথায়, সেলফির জন্য এই ফোনটি দারুণ। পারফরমেন্স হিসেবে ফোনটিতে Snapdragon 732G চিপসেট দেওয়া রয়েছে, যা গেমিং বা যে কোনও ভারী কাজের জন্য একেবারে দারুণ। এদিকে ফোনটিতে 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি ফোনটিতে 6000mAh এর বিশাল ব্যাটারি থাকছে, যা একবার চার্জ দিলে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। তাই যারা লং ব্যাটারি লাইফ আর ভালো ক্যামেরাকে গুরুত্ব দেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা, বৃষ্টি কোথায় কোথায়? আজকের আবহাওয়া

    এক কথায়, যারা কম বাজেটের মধ্যেই 108 এম পি ক্যামেরা বা ভালো ব্যাটারির ফোন খুঁজছেন, তাদের জন্য এই দুটি অপশন নিঃসন্দেহে সেরা। তবে অবশ্যই কেনার আগে খুঁটিনাটি বিষয়গুলি দেখে তাই সিদ্ধান্তের পথে এগোবেন।

    Click here to Read More
    Previous Article
    রবিতে চার জেলায় বৃষ্টি! দক্ষিণবঙ্গে ৪৮ ঘণ্টায় অনেকটা নামবে তাপমাত্রা: আজকের আবহাওয়া
    Next Article
    চলন্ত এক্সপ্রেস ট্রেনে দুঃসাহসিক ছিনতাই, AC কামরাতেও নিরাপত্তাহীন যাত্রায় খোভ যাত্রীদের

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment