Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শুরুতেই বেতন ৬৪,৮২০! স্নাতক পাসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বহু শূন্যপদে নিয়োগ

    3 সপ্তাহ আগে

    Bank of India Recruitment 2025
    Bank of India Recruitment 2025

    সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। যদি ব্যাঙ্কের চাকরি খুঁজে থাকেন, তাহলে বিশেষ করে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্রেডিট অফিসার নিয়োগের (Bank of India Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ৫০০ এর বেশি শূন্যপদ রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। এখন নিশ্চয় ভাবছেন, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

    ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি

    সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্রেডিট অফিসার নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৫১৪টি। তবে এখানে বিভিন্ন স্কেল রয়েছে। যেমন MMGS-II স্কেলে ৩৬টি শূন্যপদ, MMGS-III স্কেলে ৬০টি শূন্যপদ এবং SMGS-IV স্কেলে ৫১৮টি শূন্যপদ রয়েছে।

    শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

    অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাহলে এখানে আবেদন করা যাবে।

    বয়স সীমা কত দরকার?

    যেমনটা জানা গিয়েছে, MMGS-II পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর, MMGS-III পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছর এবং SMGS-IV পদে আবেদন করার জন্য সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

    বেতন কাঠামো কী রয়েছে?

    যেমনটা খবর, MMGS-II স্কেলে চাকরি পেলে প্রতি মাসে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা, MMGS-III স্কেলে চাকরি পেলে প্রতি মাসে ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা এবং SMGS-IV স্কেলে চাকরি পেলে প্রতি মাসে ১,০২,৩০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা বেতন দেওয়া হবে।

    নিয়োগ প্রক্রিয়া

    আবেদনকারী বা যোগ্য প্রার্থীদের এখানে অনলাইন পরীক্ষার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। তবে অনলাইন পরীক্ষার পর একটি তালিকাভুক্ত করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে, তাদেরকে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হবে।

    আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে অর্থভাণ্ডার ফুলে উঠবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৮ ডিসেম্বর

    আবেদন করবেন কীভাবে?

    চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

    • প্রথম আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
    • এরপর যদি নতুন আবেদনকারী হন, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে।
    • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
    • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিতে হবে।
    • সবশেষে ফি দিয়ে সাবমিট করে দিতে হবে। বলার বিষয়, এখানে এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের ১৭৫ টাকা এবং সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ৮৫০ টাকা করে ফি চাওয়া হয়েছে।

    প্রসঙ্গত, এখানে আবেদন শুরু হচ্ছে আগামী ২০ ডিসেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।

    Bank of India Official Notification- Download Now

    Bank of India Application Link- Click Here

    India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

    Click here to Read More
    Previous Article
    শুরুতেই বেতন ১৯,৯০০! ভারতীয় রেলে বহু শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন
    Next Article
    শূন্যপদ ১৫৭৬, স্নাতক পাসে ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনে CGL নিয়োগ!

    Related Job Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment