Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মুছে যাবে কিছু ব্যাঙ্ক, ২০২৬-এ হতে পারে বড়সড় মার্জিং! RBI-র সাথে কথা বলছে সরকার

    2 সপ্তাহ আগে

    Bank Merger
    Bank Merger

    সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ব্যাঙ্কিং খাতে আসছে বিরাট পরিবর্তন। হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একীভূতকরণ (Bank Merger) আবারও নতুন করে আলোচনা শুরু করেছে কেন্দ্র সরকার। আর এই প্রক্রিয়ার আওতায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাঙ্কের সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চালাচ্ছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সাল নাগাদ আরও বড় মার্জিং হতে পারে ব্যাকিং সেক্টরে। আসলে সরকারের লক্ষ্য একটাই। আর তা হল- শক্তিশালী এবং বড় ব্যাঙ্ক তৈরি করা, যা ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাহিদা মেটাতে পারবে।

    কেন ব্যাঙ্ক একীভূতকরণ কথা ভাবছে সরকার?

    আসলে বর্তমানে দেশে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে। কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় এগিয়ে থাকার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম সীমাবদ্ধতা। আর বিশ্বের শীর্ষ ৫০টি ব্যাঙ্কের তালিকায় ভারতের মধ্যে একমাত্র স্টেট ব্যাঙ্কই জায়গা পেয়েছে। অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে ৭৩ তম স্থানে। আর বিশেষজ্ঞদের মতে, বড় ব্যাঙ্ক মানেই বেশি মূলধন আর বড় প্রকল্পে ঋণ দেওয়ার ক্ষমতা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে শক্তপোক্ত অবস্থান তৈরি হবে।

    আরও পড়ুনঃ বছর শেষের আগেই অকাল মৃত্যু মোহনবাগানকে আইলিগ জেতানো ফুটবলারের

    আগেও হয়েছে বড়সড় মার্জিং

    প্রসঙ্গত, এটি প্রথমবার নয়। গত কয়েক বছর একাধিকবার ব্যাঙ্ক একীভূতকরণ হয়েছে। ২০২০ সালের ১ এপ্রিল মেগা মার্জারে ২৭টি ব্যাঙ্ক কমে দাঁড়িয়েছিল মাত্র ১২টিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছিল, সিন্ডিকেট ব্যাঙ্ক যুক্ত হয়েছিল কানাড়া ব্যাঙ্কের সঙ্গে, এলাহাবাদ ব্যাঙ্ক যুক্ত হয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে এবং অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক যুক্ত হয়েছিল ইউনিয়ন ব্যাঙ্কের সাথে। এদিকে এর আগেও ২০১৭ সালে এসবিআই-এর সহযোগী পাঁচটি ব্যাঙ্ক এবং ভারতের মহিলা ব্যাঙ্ককে এসবিআই-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়। যার জেরে এসবিআই-এর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৪৪ লক্ষ কোটি টাকা।

    আরও পড়ুন: আজ থেকেই বাংলায় SIR-র হেয়ারিং! কোথায় হবে শুনানি, কী কী ডকুমেন্ট দরকার?

    এদিকে একীভূতকরণের পাশাপাশি আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার বিক্রির পরিকল্পনাও চালাচ্ছে সরকার। হ্যাঁ, সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়া শেষ করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালে সরকার আইডিবিআই ব্যাঙ্কের ৫১ শতাংশ শেয়ার এলআইসি-কে বিক্রি করে দিয়েছিল। এমনকি ব্যাঙ্কগুলোর আর্থিক ফলাফল এখন সরকারের পক্ষে। কারণ, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সম্মিলিত লাভ হয়েছিল ৯৩,৬৭৫ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১০% বেশি। আর যদি এবার ফের একীভূতকরণ করা হয়, তাহলে মোট লাভ ২ লক্ষ কোটি টাকা ছুঁতে পারে।

    Click here to Read More
    Previous Article
    চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! একাধিক শূন্যপদে নিয়োগ এই ‘ব্যাঙ্কে’, আবেদন করুন আজই
    Next Article
    ১০ বছরে ১,৮৬১ মাওবাদী নিহত, বিপুল সংখ্যায় আত্মসমর্পণ, পরিসংখ্যান সামনে আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment