Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ১০ বছরে ১,৮৬১ মাওবাদী নিহত, বিপুল সংখ্যায় আত্মসমর্পণ, পরিসংখ্যান সামনে আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

    2 সপ্তাহ আগে

    Shah's ministry presented a report on the successes of the anti-Maoists operation.
    Shah's ministry presented a report on the successes of the anti-Maoists operation.

    বাংলা হান্টডেস্ক: গত এক দশকে দেশে মাওবাদী (Maoists) দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে যৌথবাহিনীর অভিযানে মোট ১৮৬১ জন মাওবাদী নেতা-কর্মী নিহত হয়েছেন। এই সময়কালে গ্রেফতার করা হয়েছে ১৬ হাজার ৩৩৬ জনের বেশি মাওবাদীকে এবং আত্মসমর্পণ করেছেন ৯৫৮৮ জন। কেন্দ্রের দাবি, ধারাবাহিক ও সমন্বিত অভিযানের ফলেই মাওবাদী সংগঠনের শক্তি ভেঙে পড়েছে।

    মাওবাদী (Maoists) দমন অভিযানে সাফল্যের খতিয়ান তুলে ধরল শাহের মন্ত্রক:

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছেন, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-কে সম্পূর্ণ নির্মূল করা হবে। এই ঘোষণার পরেও নিরাপত্তাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি ওড়িশার কন্ধমলে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে। পাশাপাশি ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় সংগঠনের সশস্ত্র শাখা পিএলজিএ-র একাধিক যোদ্ধার মৃত্যু হয়েছে সংঘর্ষে।

    আরও পড়ুন: হবে নরম, একদম তুলতুলে! বাড়িতেই বানান একদম পারফেক্ট মালপোয়া, রইল রেসিপি

    স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি অনুযায়ী, মাওবাদী দমন অভিযানে ২০২৫ সাল সর্বাধিক সাফল্যের বছর হিসেবে উঠে এসেছে। শুধুমাত্র চলতি বছরেই ৩৩৫ জন মাওবাদী নেতা-কর্মী নিহত হয়েছেন এবং আত্মসমর্পণ করেছেন ২১৬৭ জন, যা সর্বকালীন রেকর্ড। সরকারের মতে, শীর্ষ নেতৃত্বকে নিশানা করে লাগাতার অভিযানের ফলে সংগঠনের সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে।

    চলতি মাসের শুরুতে সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, বর্তমানে ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের মাত্র তিনটি জেলা—সুকমা, বিজাপুর ও নারায়ণপুর—‘অতি উপদ্রুত’ হিসেবে চিহ্নিত। তাঁর দাবি, ২০১৮ সালের এপ্রিলে যেখানে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল ১২৬, তা ধাপে ধাপে কমে ২০২৫ সালের অক্টোবরে মাত্র ১১টিতে নেমে এসেছে। মোট ২৭টি জেলা এখনও নিরাপত্তা নজরদারির আওতায় রয়েছে বলেও জানান তিনি।

    Shah's ministry presented a report on the successes of the anti-Maoist operation.

    আরও পড়ুন: আজ থেকে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু! দক্ষিণবঙ্গে আর কতটা বাড়বে ঠান্ডা? আবহাওয়ার খবর

    স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের পর থেকে মাওবাদী হামলার ঘটনা ৮১ শতাংশ কমেছে। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে যেখানে মাওবাদী হামলায় ৬৫০৮ জনের মৃত্যু হয়েছিল, সেখানে ২০১৫ থেকে চলতি বছরের মে পর্যন্ত মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮৬৮-এ। নর্থ ব্লকের হিসাব অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মাওবাদী ক্যাডারদের বিরুদ্ধে মোট ২৭ হাজার ৭৬৫টি অভিযান চালানো হয়েছে। কেন্দ্রের দাবি, এই ধারাবাহিক চাপেই ‘রেড করিডরে’ সক্রিয় মাওবাদীর সংখ্যা এখন শ’দুয়েকের মধ্যে সীমাবদ্ধ।

    Click here to Read More
    Previous Article
    মুছে যাবে কিছু ব্যাঙ্ক, ২০২৬-এ হতে পারে বড়সড় মার্জিং! RBI-র সাথে কথা বলছে সরকার
    Next Article
    ভবিষ্যতে বড়সড় পরিকল্পনা, কোচিন শিপইয়ার্ড থেকে আলাদা হল কলকাতা বন্দর

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment