Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ‘মহানায়কের পর কেউ থাকলে সেটা তিনি!’ মিঠুন চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ রচনা ব্যানার্জি

    2 সপ্তাহ আগে

    Rachna Banerjee on Mithun Chakraborty
    Rachna Banerjee on Mithun Chakraborty

    সৌভিক মুখার্জী, হুগলি: রাজনীতির মঞ্চে দল ভেদাভেদ থাকতেই পারে, তাই বলে একে অপরের বিরুদ্ধে কখনও ব্যক্তিগতভাবে সুর চরাননি তাঁরা। বরং, প্রশংসায় পঞ্চমুখ করলেন বিরোধী নেত্রী (Rachna Banerjee on Mithun Chakraborty)। হ্যাঁ, আমরা বলছি বিজেপি নেতা মিঠুন এবং তৃণমূল নেত্রী রচনার কথা। আসলে এদিন হুগলিতে মিঠুন এবং রচনা রাজনৈতিক কর্মসূচি করেছিলেন। একে অপরের দলকে তীব্র আক্রমণ করলেও ব্যক্তিগতভাবে কাউকে ছোটবড় কথা বলতে শোনা গেল না তাঁদের, বরং দু’জন দু’জনকে প্রশংসায় ভরিয়েছেন।

    মিঠুনকে প্রশংসায় ভাসালেন রচনা

    সূত্রের খবর, মঙ্গলবার হুগলিতে তৃণমূল সাংসদ রচনা নিজস্ব লোকসভা এলাকায় কর্মসূচি করছিলেন। অন্যদিকে চন্দননগরে ছিল বিজেপির সাংসদ মিঠুনের সভা। তবে রচনার লোকসভা কেন্দ্রে ‘মিঠুনদা’ এসেছে এ কথা শুনে তিনি প্রশংসায় পঞ্চমুখ করলেন। তিনি বললেন, “ওঁর প্রতি আমার আলাদাই ভালোবাসা ও সম্মান। মিঠুনদাকে আমি কোনও দিক থেকে রাজনীতিবিদ হিসেবে দেখি না। উনি আমার নায়ক। একসঙ্গে কতগুলো ছবি করেছি। শুধুমাত্র আমি নয়, বরং মহানায়কের পর যদি কেউ থাকেন, তাহলে তিনি মিঠুন চক্রবর্তী। বাঙালি হয়ে উনি যা করেছেন তা সত্যিই ভাবার বাইরে।”

    আরও পড়ুন: বাড়ি কেনার জন্য ২৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার! কারা পাবেন?

    উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা ভোটের প্রচার চলছিল। তখন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছিলেন। তবে সেখানকার বিরোধী দলনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এমনকি সেখানেও তৃণমূল সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেছিলেন তিনি। তবে লকেটের প্রতিদ্বন্দ্বী রচনাকে নিয়ে কোনও রকম কটুক্তি করেননি নায়ক। আজও সেই একই দৃশ্য দেখা গেল। রচনা স্পষ্ট জানিয়েছেন, “রাজনৈতিক বিশ্বাস আর মতাদর্শ ভিন্ন হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে মানুষের প্রতি শ্রদ্ধা নিয়ে কোনও রকম আপস নেই। মিঠুনদার ক্ষেত্রেও সেরকমই। উনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। সেটাই আমার কাছে সবথেকে বড়।”

    এদিকে চন্দননগরের সভা থেকে তৃণমূলকে কটাক্ষ করেছে মিঠুন। তিনি বলেন, “এই সরকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে। আমি পশ্চিমবঙ্গে আছি না বাংলাদেশে?” ভগবানপুরের গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থা নিয়ে রাজ্য প্রশাসনের সমালোচনা করে বিজেপি নেতা বলেছেন, “মায়ের গান করার জন্য একটা মেয়েকে আটকে দিচ্ছে। আমরা ভারতীয় মুসলিমদের বিপক্ষে নয়, বরং সেই সমস্ত মুসলিমদের বিপক্ষে, যারা ভারতের ক্ষতি করতে চায়।”

    আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে খারাপ খবর! আজকের রেট

    এমনকি রচনার প্রসঙ্গ উঠতে মিঠুন জানিয়েছেন, “তৃণমূল সাংসদ রচনার প্রতি তাঁর একই রকম সম্মান আর ভালোবাসা রয়েছে। তবে সেটা ব্যক্তিগত এবং শিল্পী রচনার জন্যই। উনি আমাকে যতটা সম্মান করেন, আমি ঠিক ততটাই সম্মান করি। আমাদের মতভেদ থাকতেই পারে। কিন্তু আমি তাঁকে স্যালুট করি। আই রেসপেক্ট হার!”

    Click here to Read More
    Previous Article
    ডাঃ শান্তনু সেনের ডিগ্রি ভুয়ো? মেইল করে জানাল FRCP গ্লাসগো!
    Next Article
    নিজ ধর্মেই ভরসা, বালিগঞ্জ আসনে নিশার জায়গায় দূর সম্পর্কের মামাকে প্রার্থী করলেন হুমায়ুন

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment