Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    কোরআন নিয়ে মন্তব্য! ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে বিজেপি বিধায়ককে কাটার হুমকি

    2 সপ্তাহ আগে

    BJP MLA Asim Sarkar
    BJP MLA Asim Sarkar

    প্রীতি পোদ্দার, কলকাতা: বছর শেষ হতে হাতে বাকি আর মাত্র কয়েক দিন, তারপরেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা লেগেই রয়েছে। আর এই আবহে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোন করে খুনের হুমকি দিয়ে শাসালেন বিজেপি বিধায়ক অসীম সরকার (BJP MLA Asim Sarkar)। যথাযথ বিচার চেয়ে পুলিশের কাছে দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক। এদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় পাল্টা অভিযোগ দায়ের করল ইমামরা।

    হুমকি ফোন বিধায়ককে

    উল্লেখ্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বেনাপোল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ দিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার। আর তাঁর বক্তব্য নিয়ে বেশ বিতর্ক শুরু হয়। তাঁর ওই ভাষণের ভুল ব্যাখ্যা করে সমাজমাধ্যমে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়। এর পরে মৌলবাদী লোকজন তাঁকে খুনের হুমকি দিচ্ছেন। ফোন করে ক্রমাগত হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। এবার অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনি পদক্ষেপ করার আর্জি জানালেন ওই বিধায়ক।

    আরও পড়ুনঃ পরাজয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু সৌরভ গাঙ্গুলির

    কী বলছেন অসীম সরকার?

    জানা গিয়েছে, শুক্রবার রাতে নদিয়ার চাকদহ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ”শুক্রবার বিকেলের পর থেকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, শুধু তাই নয়, কুচি কুচি করে কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। শনিবারও শতাধিক ফোন এসেছে। তাই এই অবস্থায় ফোন ধরাই বন্ধ করে দিয়েছি।” চাকদহ থানায় একাধিক ফোন নম্বর দিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন কবিয়াল।

    ঘটনার তদন্ত শুরু পুলিশের

    প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টা নাগাদ নির্দিষ্ট দুটি অচেনা নম্বর থেকে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের কাছে একটি ফোন আসে। ধরার পরতেই পুরুষ কণ্ঠ ভেসে আসে। শুরুতেই তিনি কদর্য শব্দ ব্যবহার করেন। গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেন বিধায়ককে। এর পর রাত ৮টা ৪০ মিনিটে আবার ফোন করে হুমকি দেওয়া হয় তাঁকে। এ বার অন্য নম্বর থেকে ফোন এসেছিল। অসীম সরকারের প্রাথমিক ধারণা খুনের হুমকি দেওয়ার পিছনে নির্দিষ্ট কোনও চক্র কাজ করছে। তবে এই হুমকি ফোন এবং প্রাণনাশের হুমকি নিয়ে একদমই ভীত নন বলেও জানিয়েছেন বিজেপি নেতা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    আরও পড়ুন: নবান্নে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রস্তাব, বছর শেষে কলকাতা পুরসভা কর্মীদের জন্য বড় সুখবর

    বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদমাধ্যমের সামনে কোরান নিয়ে বেশ কিছু মন্তব্য রেখেছিলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। আর সেই নিয়ে এরপরেই পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ইমামদের একাংশ। শুধু তাই নয়, অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানান তাঁরা। অভিযোগ, ‘ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন বিধায়ক।’

    Click here to Read More
    Previous Article
    ই-টিকিট নাকি প্রিন্ট কপি? ট্রেনে যাত্রা নিয়ে যাত্রীদের বিভ্রান্তি কাটাতে রেলের বড় ঘোষণা
    Next Article
    সব ফরম্যাটের ক্রিকেটে অধিনায়ক করা যাবে না গিলকে! রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া এই প্রাক্তন ক্রিকেটারের

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment