Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ই-টিকিট নাকি প্রিন্ট কপি? ট্রেনে যাত্রা নিয়ে যাত্রীদের বিভ্রান্তি কাটাতে রেলের বড় ঘোষণা

    2 weeks ago

    Indian Railways make an important announcement regarding printed tickets

    বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে করে যাওয়ার সময় টিকিট সঙ্গে রাখা একান্তই জরুরী (Indian Railways)। নয়তো আপনাকে দিতে হতে পারে বড়সড়ো জরিমান। তবে বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমে অনেকেই ষ্টেশনের লম্বা লাইনে না দাঁড়িয়ে ফোনের সাহায্যে টিকিট কাটতে পছন্দ করেন। বিশেষ করে অসংরক্ষিত বা জেনারেল টিকিটের ক্ষেত্রে ইউটিএস একটি যাত্রীদের কাছে অত্যন্তই জনপ্রিয়। তবে সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি করা হয়েছে, ট্রেনে ভ্রমণের সময় কেবলমাত্র মোবাইলে টিকেট দেখালে আর চলবে না। যাত্রীদের অবশ্যই একটি করে প্রিন্ট কপি রাখতে হবে।

    ট্রেনে যাত্রা নিয়ে বড় আপডেট! প্রিন্ট টিকিট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা রেলের (Indian Railways)

    রেল আধিকারিকদের দাবি, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো টিকিট তৈরি করা হচ্ছে। যা দেখতে ও তথ্যের দিক থেকে আসল টিকিটের মতোই। সাধারণ পরীক্ষার সময় এগুলি চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে (Indian Railways)। তবে এই বিষয়ে যাত্রীদের আশ্বাস আরও বাড়াতে ভারতীয় রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অসংরক্ষিত টিকিটের প্রিন্ট কপি বাধ্যতামূলক করার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

    Indian Railways make an important announcement regarding printed tickets

    আরও পড়ুন: ভিড় নয়, শান্ত পাহাড় চান? শীতকালে কালিম্পংয়ের স্বল্পচেনা এই ৩ গ্রাম হতে পারে আদর্শ ঠিকানা

    রেলমন্ত্রকে তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এমন কোন নতুন নিয়ম চালু করা হয়নি। টিকিট পরীক্ষার আগের মতই যাত্রীদের মোবাইল ফোনে দেখানো ডিজিটাল ‌ গ্রহণ করবেন। ডিজিটাল টিকিটের যুগে কাগজ বিহীন ব্যবস্থা আপাতত চলবে। যাত্রীদের অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

    কাদের জন্য ফিজিক্যাল টিকিট প্রয়োজন?

    কাউন্টার টিকিট: আপনি যদি স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন, তবে অবশ্যই সেই ছাপানো টিকিটটি ভ্রমণের সময় আপনার সঙ্গে রাখতে হবে।

    পেপারলেস টিকিট: যদি আপনি ইউটিএস (UTS) অ্যাপ বা অন্য কোনও মাধ্যমে পেপারলেস  টিকিট বুক করেন, তবে তার কোনও প্রিন্ট আউটের প্রয়োজন নেই। আপনার মোবাইলের স্ক্রিনে টিকিটটি দেখালেই তা বৈধ বলে গণ্য হবে।

    অনলাইন ফিজিক্যাল মোড: অনলাইনে টিকিট কাটার সময় যদি আপনি ফিজিক্যাল টিকিট অপশনটি বেছে নেন, তবে আপনাকে সেই টিকিটের প্রিন্ট আউট সঙ্গে রাখতে হবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ক্যানিং থানার হোমগার্ডের রহস্যমৃত্যুর তদন্তে নয়া মোড়, পলাতক অভিযুক্ত সাব-ইন্সপেক্টর
    Next Article
    কোরআন নিয়ে মন্তব্য! ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে বিজেপি বিধায়ককে কাটার হুমকি

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment