Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ISL অনিশ্চয়তায় গাড্ডায় ভারতীয় ফুটবল, গোয়া ছাড়লেন বোরহা

    2 সপ্তাহ আগে

    Indian Football uncertainty
    Indian Football uncertainty

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL নিয়ে জট (Indian Football uncertainty) যেন কাটছেই না। আর তারই মাঝে একপ্রকার গাড্ডায় পড়লো ইন্ডিয়ান সুপার লিগের দল মুম্বই সিটি এফসি। জানা যাচ্ছে, দেশের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার এই দলের সাথে দীর্ঘ সম্পর্কে ইতি টানল সিটি ফুটবল গ্রুপ। বলাই বাহুল্য, এই লগ্নীকারী সংস্থার অধীনেই রয়েছে ইংল্যান্ডের জায়ান্ট ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিও।

    ISL অনিশ্চয়তার মধ্যে বিপাকে মুম্বই সিটি এফসি

    এমনিতেই ইন্ডিয়ান সুপার লিগের অনিশ্চয়তা ভারতীয় ফুটবলের অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। তার উপর এদেশের ফুটবল লিগ থেকে আস্থা হারাচ্ছেন বহু বিদেশি কোচ এবং ফুটবলার। এসবের মধ্যে আচমকা লগ্নীকারী সংস্থা সিটি ফুটবল গ্রুপ মুম্বই দলের হাত ছাড়তেই এই ISL ক্লাব নিয়ে চিন্তা আরও বাড়ল। ফুটবল মহলের অনেকেই বলছেন, সিটি গ্রুপ মুম্বইয়ের কাঁধ থেকে হাত সরানোর পাশাপাশি দলটাকে একপ্রকার ধাক্কা দিয়ে গাড্ডায় ফেলল! এই ফুটবল সংস্থার সরে যাওয়ায় আপাতত ফ্রাঞ্চাইজিটি পরিচালনা করবেন মুম্বই দুই মালিক অভিনেতা রণবীর কাপুর এবং শিল্পপতি বিমল পারেখ।

     

    অবশ্যই পড়ুন: ভবিষ্যতে বড়সড় পরিকল্পনা, কোচিন শিপইয়ার্ড থেকে আলাদা হল কলকাতা বন্দর

    গোয়ার সাথে বিচ্ছেদ ঘোষণা বোরহার

    মুম্বই সিটি এফসি থেকে সরে গিয়েছে সিটি ফুটবল গ্রুপ। আর ঠিক সেই আবহে এবার ভারতীয় ফুটবল ঘিরে চরম অনিশ্চয়তার মধ্যে সুপার কাপজয়ী দল এফসি গোয়ার সাথে পথ চলা শেষ করল বিদেশি মিডফিল্ডার বোরহা হেরেরাও। বলাই বাহুল্য, 2022-23 মরসুমটা ছিল এই বিদেশী ফুটবলারের জীবনের অন্যতম রঙিন মুহূর্ত। সে বছরই হায়দরাবাদ এফসির হয়ে ভারতীয় ফুটবলে হাতেখড়ি দিয়েছিলেন তিনি। পরবর্তীতে সেই দল ছেড়ে ইস্টবেঙ্গলে যাওয়ার পর সেখান থেকে যোগ দেন এফসি গোয়ায়।

     

     

    View this post on Instagram

     

    অবশ্যই পড়ুন: বছর শেষের আগেই অকাল মৃত্যু মোহনবাগানকে আইলিগ জেতানো ফুটবলারের

    তবে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা তাতে এদেশের ফুটবল থেকে আস্থা হারাচ্ছেন একাধিক ফুটবলার। এবার সেই তালিকায় নাম লেখালেন বোরহাও। ইন্ডিয়ান সুপার লিগ কবে আয়োজিত হবে তা জানে না কেউ। বেশ কিছু ক্লাবে এখনও বেতন বকেয়া কোচ এবং ফুটবলারদের। সবমিলিয়ে ভারতীয় ফুটবলের অন্ধকার দশা দেখে আর থাকতে চাইছেন না বোরহা। মূলত এই ঘটনাকে লজ্জাজনক হিসেবে দেখেই ভারতীয় ফুটবলকে বাঁচানোর ডাক দিয়ে এফসি গোয়ার সাথে সম্পর্ক শেষ করলেন বিদেশি মিডফিল্ডার।

    Click here to Read More
    Previous Article
    কী আছে চিন্তাফুতে? শীতের ছুটির কেন সান্দাকফুর বিকল্প হয়ে উঠছে এই পাহাড়
    Next Article
    এইট পাসে সুদ ছাড়াই মিলবে ৫ লক্ষ টাকা ঋণ, দারুণ প্রকল্প রাজ্য সরকারের

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment