Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান, ভারতীয় তারকার হবু স্ত্রীকে চেনেন?

    6 দিন আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাকিত্বের জীবন কাটিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বছর কয়েক হল তাঁর জীবনে আগমন হয়েছে নতুন নারীর। বলা চলে, তিনিই এখন ধাওয়ানের লেডি লাভ। এবার সেই সোফি শাইনকেই বিয়ে করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। জানা যাচ্ছে, আসন্ন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই দিল্লি এনসিআরে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে বলিউড জগতের বহু নামজাদা ব্যক্তিত্বরা।

    চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাড়ে চর্চা

    গতবছর অর্থাৎ 2025 এর শুরুর দিকে ICC চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন গ্যালারিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধাওয়ান এবং সোফিকে। আর তারপর থেকেই বাড়তে থাকে চর্চা। নেট দুনিয়ায় ছেয়ে যায় শিখরের নতুন সম্পর্কের কথা। যদিও সেই সময় চুপ ছিলেন দুজনেই। তবে ধাওয়ানরা নীরবতা পালন করলেও চর্চা থামেনি নেট পাড়ায়। অনেকে ধরেই নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সাথে যাকে দেখতে পাওয়া গিয়েছে তিনিই তাঁর জীবনের নতুন নারী। শেষ পর্যন্ত সেই ভাবনাতেই পড়েছে সিলমোহর।

    সেভাবে দেখতে গেলে, শিখর ধাওয়ানের সাথে সোফির আলাপ হয়েছে বছরখানেক হলো। দুবাইতে প্রথমবারের মতো দেখা হয় দুজনের। এরপর থেকে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। সেখান থেকে প্রেম এবং ধীরে ধীরে তা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা করেছিলেন ধাওয়ান এবং সোফি দুজনেই। যদিও বিয়ে নিয়ে বেশিরভাগ খবরই গোপন রাখছেন ভারতীয় ক্রিকেটার। সূত্রের খবর, ভারতীয় দলের প্রাক্তন সদস্য একেবারে ব্যক্তিগতভাবেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।

    অবশ্যই পড়ুন: আজ মরসুমের শীতলতম দিন, ৬.৭ ডিগ্রি নামল পারদ! ঠান্ডায় কাঁপবে দক্ষিণবঙ্গের ৭ জেলা

    ধাওয়ানের লেডি লাভ সোফি শাইনকে চেনেন?

    খোঁজ নিয়ে জানা গেল, শিখর ধাওয়ানের বান্ধবী সোফি একজন আইরিশ নাগরিক। বছর 35 এর এই নারী নর্দান ট্রাস্ট কর্পোরেশনে প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন। সেখানে তিনি সিনিয়র লিডারশিপ পদে ছিলেন। সোফির লেখাপড়া নিয়ে কথা বলতে গেলে তিনি আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজ থেকে পড়াশোনা শেষ করে লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলেন।

    এক কথায়, গ্ল্যামার বা সিনেমা জগতের বাইরে গিয়ে নিজের কেরিয়ার গড়েছেন ধাওয়ানের বান্ধবী। জানা গিয়েছে, শিখর ধাওয়ান ফাউন্ডেশন অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সোফি। এই প্রতিষ্ঠান মূলত ব্যবসায়িক গোষ্ঠী দা ওয়ান স্পোর্টসের দাতব্য শাখা।

    অবশ্যই পড়ুন: রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহের জেরে স্কুল ছুটির ঘোষণা সরকারের

    উল্লেখ্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের প্রথম স্ত্রী ছিলেন আয়েশা মুখোপাধ্যায়। 2012 সালে তাঁকে বিয়ে করেন শিখর। এরপর 2021 সাল পর্যন্ত একসাথে থাকার পর বেশ কিছু ব্যক্তিগত কারণে 2023 এ গিয়ে বিচ্ছেদ হয় দুজনের। এরপর থেকে দীর্ঘ সময় খেলাধুলার সাথে যুক্ত থাকার পাশাপাশি নানান ভাবে অবসর সময় কাটিয়েছেন ধাওয়ান। বলে রাখি, ধাওয়ান এবং আয়েশার 11 বছরের একটি ছেলেও রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    দুর্নীতিতে ইতিহাস গড়েছে বাংলার তৃণমূল নেতৃত্ব—বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
    Next Article
    ৮১-তে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কালমাডি! আজই হবে শেষকৃত্য

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment