Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ‘বেতন বন্ধ করুন’, ভরা এজলাসে চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা! এল কড়া নির্দেশ

    5 days ago

    calcutta high court(93)

    বাংলা হান্ট ডেস্কঃ আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ! ভরা এজলাসে বেজায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। দিলেন বেতন বন্ধ রাখার নির্দেশ। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অমিত রায়ের বেতন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কারণ কি?

    মূল ঘটনা:

    বৌলাসিনি বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইটের অভিযোগ ছিল, দীর্ঘদিন সরকারি পরিষেবায় যুক্ত থাকার পর তিনি অবসর গ্রহণ করেছেন। তবে তারপর প্রাপ্য অবসরকালীন সুযোগ-সুবিধা তিনি পাননি।

    দেবব্রতবাবুর অভিযোগ ছিল, অবসরের পর একাধিকবার পশ্চিম মেদিনীপুরের ডিআই অমিত রায়ের কাছে আবেদন করলেও অবসরকালীন সুযোগ-সুবিধার সমস্যার সমাধান হয়নি। এরপরই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এদিকে আদালতে মামলা চলাকালীনই বিপত্তি ঘটে। গত অক্টোবর মাসে মৃত্যু হয় মামলাকারী দেবব্রত হাইটের।

    মামলাকারীর মৃত্যুর পর তাঁর স্ত্রী অপর্ণা হাইট ফের একই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন। গত নভেম্বরে বিচারপতি অমৃতা সিনহার এই মামলায় নির্দেশ দেন, আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে সমস্ত বকেয়া অবসরকালীন সুযোগ-সুবিধা মিটিয়ে দিতে হবে। বছর শেষ হলেও কিন্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সেই নির্দেশ পালন করেনি বলে অভিযোগ।

    এই অভিযোগ নিয়ে অপর্ণা হাইট আদালতের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলা উঠলে সবটা শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বলেন, “একজন সরকারি কর্মচারী শিক্ষক তাঁর সারা জীবন সরকারি কাজে ব্যবহার হলেন, অথচ তিনি নিজের অবসরকালীন বেনিফিট পেলেন না। এমনকি তাঁর মৃত্যুর পরেও তাঁর স্ত্রী সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”

    Calcutta High Court

    আরও পড়ুন: আজ থেকে শীতের ‘পাওয়ার প্লে’! দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা

    গোটা বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারপতি সিনহা। এরপরই বিচারপতির কড়া নির্দেশ, যতদিন না মৃত শিক্ষকের স্ত্রী তাঁর প্রাপ্য পাচ্ছেন ততদিন বেতন তুলতে পারবেন না পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই অমিত রায়। এবার আদালতের কড়া নির্দেশের পর ডিআই কত দ্রুত সমস্যা মেটাতে পদক্ষেপ করেন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    মধ্যবিত্তদের কাঁদিয়ে অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট
    Next Article
    মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment