Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বছর শেষে তৃণমূলের ফোকাস স্পষ্ট, জোড়া বৈঠকে ‘মেগা’ বার্তা দেবেন অভিষেক

    2 weeks ago

    Abhishek Banerjee Twin Virtual Meets Before Crucial Phase

    বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষ দিকে দলকে একেবারে ভোটের জন্য প্রস্তুত করতে জোড়া গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দু’টি বৈঠকই হবে ভার্চুয়াল মাধ্যমে। একদিকে রাজ্য সরকারের উন্নয়নের কাজ মানুষের কাছে তুলে ধরা, অন্যদিকে SIR শুনানি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে বুথস্তরের লড়াই, এই দুই বিষয়েই স্পষ্ট বার্তা দেবেন তিনি।

    ২৬ ডিসেম্বর উন্নয়নের পাঁচালি নিয়ে বৈঠক অভিষেকের (Abhishek Banerjee)

    প্রথম বৈঠক হবে ২৬ ডিসেম্বর। রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিকে সামনে রেখে দেড় মাসের কর্মসূচি ঘোষণা করবেন অভিষেক (Abhishek Banerjee)। এই বৈঠকে দলের জনপ্রতিনিধি ও পদাধিকারী মিলিয়ে পাঁচ হাজারের বেশি সদস্য থাকবেন। দলের নির্দেশ, রাজ্য সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে হবে। গলি, পাড়া, গ্রাম, শহর, সব জায়গায় উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরতে হবে। তৃণমূলের বক্তব্য, কেন্দ্র টাকা আটকে রাখলেও রাজ্য নিজের তহবিল থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই বার্তাই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই প্রচারের সঙ্গেই ভোটের লড়াইয়ের ডাক দেওয়া হবে।

    ২৮ ডিসেম্বর SIR নিয়ে সবচেয়ে বড় বৈঠক

    দ্বিতীয় বৈঠক হবে ২৮ ডিসেম্বর। এই দিন অভিষেক (Abhishek Banerjee) তাঁর রাজনৈতিক জীবনের সবথেকে বড় ভার্চুয়াল বৈঠক করবেন। এসআইআর শুনানি পর্বে দলের বিএলএ ২-সহ প্রায় এক লক্ষ কর্মীকে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। এর আগে সর্বাধিক ২৫ হাজার কর্মী ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এবার সেই সংখ্যাকে অনেকটাই ছাপিয়ে যাবে। ২৭ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনের শুনানি শুরু হওয়ার কথা। তার আগেই বুথভিত্তিক কোথায় সমস্যা আছে, তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই লড়াই বুথস্তরে কীভাবে করতে হবে, তার দিকনির্দেশ দেবেন অভিষেক।

    SIR ঘিরে অভিযোগ

    তৃণমূলের অভিযোগ, SIR প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের একের পর এক ভুল সিদ্ধান্তের জেরে সাধারণ ভোটার সমস্যায় পড়ছেন। রাজ্যজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। BLO-দের অ্যাপে বারবার নির্দেশিকা বদলানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কমিশন ২৪ বার নির্দেশিকা বদলেছে।
    একটি নির্দেশিকায় বলা হয়েছিল, প্রয়োজনে বাইরে থেকেও বিএলএ ২ নিয়োগ করা যাবে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নিজেদের লোক দিতে না পারায় এই সুবিধা দেওয়া হয়েছে। সেই কারণে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শাসকদল।

    নির্দেশিকা বদলের ফলে BLO-রাও বিভ্রান্ত হচ্ছেন। কমিশনের অফিসের সামনে একাংশ বিএলও-র ধরনা চলছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। নামের বানান ভুল হলেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনেককে ‘ডেড’ বা ‘শিফটেড’ ভোটার দেখিয়ে শুনানিতে ডাকা হচ্ছে। তৃণমূলের দাবি, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকার সঠিক মিল না করায় এই সমস্যা হচ্ছে। অথচ তার দায় চাপানো হচ্ছে ভোটারের উপর।

    Abhishek Banerjee Steps In to Resolve TMC MPs Rift

    আরও পড়ুনঃ ‘আমাকে যদি দায়িত্বে না রাখেন…’ ভোটের মুখে মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা তুঙ্গে

    তৃণমূল কংগ্রেস জানিয়েছে, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা রাস্তায় নামবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই সব বিষয়ে কৈফিয়ত চেয়েছে দল। এই পরিস্থিতিতেই ২৮ ডিসেম্বর BLA-2-দের নিয়ে অভিষেক (Abhishek Banerjee) জরুরি বার্তা দেবেন। প্রয়োজনে জেলায় জেলায় অবজার্ভার নিয়োগের সিদ্ধান্তও হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    SIR প্রক্রিয়ায় বড় বদল, ৫ দিনের মধ্যেই শেষ করতে হবে নথি যাচাই, নির্দেশ কমিশনের
    Next Article
    সিঙ্গুরে বড় শিল্প লগ্নি! ৫০০ কোটি বিনিয়োগে সিলমোহর নবান্নের

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment