Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    যুবভারতীর আতঙ্ক ক্যানিং স্টেডিয়ামে! MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলায় পদপিষ্ট পরিস্থিতি, আহত শিশু-সহ ৭

    2 weeks ago

    Canning Stadium Incident seven people were injured in a stampede during the MLA Cup final

    বাংলা হান্ট ডেস্ক: আবারও ফিরে এল যুবভারতীর আতঙ্ক। এবার ক্যানিং স্টেডিয়ামে (Canning Stadium Incident) MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার ফলে সেই স্টেডিয়ামে পরিস্থিতিতে আহত হয় শিশুর সহ ৭ জন। এই ঘটনায় আহত এক শিশুসহ ৭ জনকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

    MLA কাপ ফাইনালে ক্যানিং স্টেডিয়ামে হুড়োহুড়ি, আহত ৭ জন (Canning Stadium Incident)

    রবিবার ক্যানিং স্টেডিয়ামে (Canning Stadium Incident) ছিল এমএলএ কাপের ফাইনাল। এই দিন খেলা ছিল গড়িয়া ওর নিউটাউন দলের মধ্যে। কিন্তু অভিযোগ ফাইনাল উপলক্ষে আসনের সংখ্যার চেয়েও বেশি পরিমাণে টিকিট বিক্রি করা হয়। যার ফলে ক্যানিং স্টেডিয়ামে শুরু হয় বিশৃঙ্খলা।

     Canning Stadium Incident seven people were injured in a stampede during the MLA Cup final

    আরও পড়ুন: ই-টিকিট নাকি প্রিন্ট কপি? ট্রেনে যাত্রা নিয়ে যাত্রীদের বিভ্রান্তি কাটাতে রেলের বড় ঘোষণা

    তার ওপর ফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে আসার কথা ছিল অভিনেতা অঙ্কুশের। তাই ম্যাচের দিন বিকেল তিনটার থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সকাল আটটা থেকে বাড়তে থাকে দর্শকদের ভিড়। বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই ভিড়ের সংখ্যা। সকাল ১১:৩০ টা নাগাদ স্টেডিয়ামের গেটের বাইরে ভিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

    তখনই পুলিশ প্রশাসন সামনেই বেরিকেড ও গেট ভেঙে ভেক্টরে ঢোকার জন্য তাড়াহুড়ো শুরু করে দেয় দর্শকেরা। আর এই ভিড়ের চাপে এক শিশুর সহ ৭ জন পদপিষ্ট হন। যদিও তাদেরকে আপাতত চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি সব মিলিয়ে সৃষ্টি হয় এক বিশৃংখলায়।

    এছাড়া, এই বিষয়ে ক্যানিং থানার পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরে আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি সফর ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তালবিশ কাটতে না কাটতে আবারো একই ধরনের ঘটনা ঘটলো ক্যানিংয়ে (Canning Stadium Incident)।

    Click here to Read More
    Previous Article
    BLA-এর দাবিতে কেন্দ্রে ঢুকে শুনানি বন্ধ করলেন তৃণমূল বিধায়ক! হুলুস্থুল কাণ্ড হুগলীতে
    Next Article
    চলছে না আমার কলকাতা মেট্রো অ্যাপ, কেন কাটা যাচ্ছে না টিকিট? কারণ জানাল কর্তৃপক্ষ

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment