Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    যাত্রীদের অজান্তেই অপরাধ, ট্রেনে এই ৫ ইলেকট্রিক যন্ত্র চালালে হতে পারে জেল

    1 day ago

    Indian Railways these things cannot be done on the train otherwise you will face jail

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষের রেলের উপর নির্ভর করেন। তাছাড়া ভারতীয় রেল যাত্রীদের কথা মাথায় রেখে নানান ধরনের সুবিধা আনছে। এছাড়াও ভারতীয় রেলে যাত্রীদের জন্য রয়েছে নানান ধরনের সুবিধা। তবুও যাত্রীরা প্রায়শই নিয়ম কানুনকে উপেক্ষা করে রেলের সম্পত্তির প্রতি অবজ্ঞা দেখায়। তাই সম্প্রতি ট্রেনের বগির ভেতরে ইলেকট্রিক্যাল কেটলিতে ম্যাগি তৈরীর করার একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। এই ভিডিও ভাইরাল হবার পর, রেল কর্তৃপক্ষের তরফ থেকে কঠোর সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে রইল ট্রেনের ভেতরে এমন কোন পাঁচটি বৈদ্যুতিক যন্ত্র যা আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না।

    চার্জিং পয়েন্ট থাকলেও এই কাজগুলো করা যাবে না ট্রেনে, নইলে হবে জেল (Indian Railways)

    ট্রেনের (Indian Railways) কামড়ায় ইলেকট্রিক কেটলিতে নুডুলস বানিয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গিয়েছিলেন মারাঠি মহিলা। যদিও তার বিরুদ্ধে রেলের তরফ থেকে কড়া শাস্তির পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এবার তারা একটি পোষ্টের মাধ্যমে ঘোষণা করলেন ট্রেনে ইলেকট্রিক কেটলি সহ আর কোন কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা যাবে না। এই নিয়ম না মানলে যাত্রীদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করবে রেল সে বিষয়েও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    Indian Railways these things cannot be done on the train otherwise you will face jail

    আরও পড়ুন: ১২ জানুয়ারি থেকে রেলে আগাম টিকিট বুকিংয়ে পরিবর্তন! ৬০ দিনের নিয়ম নিয়ে নতুন আপডেট

    ট্রেন সফরে খিদে পাওয়াটা খুবই স্বাভাবিক। এই কথা সবাই জানেন বলে খাবারের যোগান রাখেন হাতের কাছে। অনেকে বাড়ি থেকে নানান রকমের খাবারদাবার কৌটোয় ভরে নিয়ে আসেন। আবার বহু মানুষ দোকান থেকে কিনে নেন খাবার ট্রেনে ওঠার আগে। তবে বর্তমানে বিভিন্ন স্টেশনের বাইরের রেস্তোরাঁর থেকেও খাবার কিনে ট্রেনে বসে খাবার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে রেলে নিজস্ব প্যান্ট্রি। কিন্তু এর পরেও বহু মানুষ ট্রেনের চার্জিং পয়েন্টে হাইভোল্টেজের বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে।

    এই হাইভোল্টেজ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করলে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এবার রেলের তরফ থেকে ট্রেনের যাত্রা করার সময় বেশ কয়েকটি ইলেকট্রনিক জিনিস ব্যবহার না করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইলেকট্রনিক জিনিস গুলি হল- বৈদ্যুতিক কেটলি, ইন্ডাকশন স্টোভ, হিটার, জল গরম করার হিটার বা অন্য কোন হাই ভোল্টেজের যন্ত্র।

    এই হাইভোল্টেজের যন্ত্র রেলের চার্জিং পয়েন্টে ব্যবহার করা উচিত নয়। কারণ এতে বেশি পরিমাণে লোড পড়ে। তাই এগুলো ট্রেনে চালানো যাবেনা। তাছাড়া ট্রেনে (Indian Railways) যে কোন হাই ভোল্টে যে বৈদ্যুতিক সরঞ্জাম চালানো নিষিদ্ধ। ইন্ডিয়ান রেলওয়ের আইনের অধীনে আপনি যদি ট্রেনের ভেতরে ইলেকট্রিক কেটলি বা এইরকম হাইভোল্টেজের ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনার বিরুদ্ধে জরিমানা হতে পারে। এছাড়াও প্রতিবেদন অনুসারে, রেলওয়ে আইনের ১৫৩ ধারায় জরিমানা ও ছ মাস পর্যন্ত কারাদণ্ডের শাস্তি রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    পুলিশের মদতেই হামলা! শুভেন্দুর গাড়িতে ‘হামলা’র ঘটনায় রিপোর্ট তলব শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের
    Next Article
    কোচবিহারের পুলিশরা ব্যস্ত আছেতৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে গাঞ্জার চাষে

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment