Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    যাত্রীদের জন্য বড় স্বস্তি! অগ্রিম টিকিটে প্রযোজ্য নয় ভাড়া বৃদ্ধি, রেলের ঘোষনা

    2 সপ্তাহ আগে

    Indian Railways even with the fare increase no extra charge for tickets booked in advance

    বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার থেকে বেড়েছে রেলের ভাড়া (Indian Railways)। তবে যাত্রীদের কথা মাথায় রেখে শোনালো সুখবর। জানানো হয়েছে যে সকল যাত্রী আগে থেকে ট্রেনের টিকিট কেটেছেন, তাদেরকে আর দিতে হবে না অতিরিক্ত ভাড়া। তবে আজ থেকে যারা কোথাও যাওয়ার জন্য কোথাও টিকিট কাটেন, তাহলে তাঁদেরকে এই বাড়তি ভাড়া দিতে হবে।

    ভাড়া বৃদ্ধি হলেও ছাড়! আগাম কাটা টিকিটে অতিরিক্ত টাকা নয় (Indian Railways)

    সম্প্রতি রেলের (Indian Railways) তরফ থেকে বাড়ানো হয়েছে। জানা যায়, এই নতুন নিয়ম অনুযায়ী ১৫ কিলোমিটার পর্যন্ত জেনারেল ক্লাসের ভাড়ার কোনো পরিবর্তন হচ্ছেনা। এছাড়া ২১৫ কিলোমিটারের বেশি দূরত্ব হলেও জেনারেল ক্লাসে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ছে।

    এছাড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের নন এসি কোচের ভাড়া বাড়িয়ে করা হয়েছে প্রত্যেক কিলোমিটারে দু পয়সা। একই সঙ্গে এসি কোচের ভারত বৃদ্ধি করা হয়েছে। যার ফলে নতুন ভাড়া কার্যকর হলে নন এসি কোচে ৫০০ কিলোমিটার যাত্রায় অতিরিক্ত দশ টাকা বেশি দিতে হবে যাত্রীদের।

    Indian Railways even with the fare increase no extra charge for tickets booked in advance

    আরও পড়ুন: স্ত্রীর নামে সেভিংস প্ল্যান, পোস্ট অফিস FD-তে কত টাকা বাড়বে ২ বছরে?

    এছাড়াও এই বিষয়ে রেলওয়ের দাবি, গত এক দশকে রেল নেটওয়ার্ক ও পরিষেবা ব্যাপকভাবে সম্পসারিত হয়েছে। পাশাপাশি বেড়েছে কর্মী সংখ্যা। আর এই ভাড়া বৃদ্ধির ফলে রেলওয়ের বার্ষিক আয় প্রায় ৬০০ কোটি টাকা বাড়বে বলে মনে করা হচ্ছে।

    এছাড়া রেলওয়ে সূত্র থেকে জানা গিয়েছে, বর্তমানে রেলওয়ে ম্যানপাওয়ার খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। টেনশন বাবদ খরচ ৬০ হাজার কোটি টাকা। ২০২৪- ২৫ অর্থবর্ষে রেল পরিচালনায় মোট খরচ হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। আরে বাড়তি খরচ সামাল দিতে রেল কর্তৃপক্ষ একদিকে যেমন কার্গো লোডিং বৃদ্ধির উপর জোর দিচ্ছে। পাশাপাশি জোর দিচ্ছে যাত্রী ভাড়ার বৃদ্ধির পথেও (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ওবিসি শংসাপত্র নিয়ে কি সিদ্ধান্ত? ৭ দিনের মধ্যে জানানোর নির্দেশ হাই কোর্টের
    Next Article
    স্ত্রীর নামে সেভিংস প্ল্যান, পোস্ট অফিসে FD-তে কত টাকা বাড়বে ২ বছরে?

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment