Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    “যারা কোনও দিনও ব্যাটই ধরেননি….”, জয় শাহকে কড়া ভাষায় আক্রমণ প্রাক্তন BCB প্রধানের

    1 day ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলার নির্দেশ দেয় BCCI। তাতেই চটে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সময়ের সাথে সাথে বাড়তে থাকে বিতর্ক। জল গড়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও! ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানায় বাংলাদেশ। তবে ICC সেই অনুরোধ রাখেনি। তাতে অবশ্য মাথা নোয়াতে রাজি নয় পদ্মা পাড়ের বোর্ড। তাদের যা হাব-ভাব, বিশ্বকাপ বয়কট করে দেবে, তবুও ভারতে খেলতে আসবে না! এমতাবস্থায়, এবার ক্রিকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহকে (Jay Shah) কড়া ভাষায় আক্রমণ করে বসলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন সিইও সৈয়দ আশরাফুল হক।

    জয় শাহকে কটাক্ষ আশরাফুলের

    ভারতে খেলতে আসবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে মুস্তাফিজুর রহমানদের বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে জয় শাহের সংস্থা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে আসতেই হবে। অন্যথায় পয়েন্ট কাটা যাবে তাদের। শুধু তাই নয়, বাংলাদেশের পয়েন্ট কেটে বিপক্ষ টিমকে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে। এমন নির্দেশের পরেও দ্বিতীয়বারের জন্য ICC কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তাতেও চিরে না ভেজায় এবার খোদ চেয়ারম্যান জয়কে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন প্রাক্তন BCB কর্তা আশরাফুল।

    অবশ্যই পড়ুন: কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ বাইক, বাস, সাইকেল চলাচল, বিকল্প বলে দিল পুলিশ

    টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশের আশরাফুল জানান, “ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সমস্ত জায়গাতেই ক্রিকেটে ঢুকে পড়েছে রাজনীতি! ক্রিকেট ইকোসিস্টেম রাজনীতিবিদরা হাইজ্যাক করে নিয়েছেন। একটু ভেবে দেখুন, জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়ারা দায়িত্বে থাকলে এমনটা হতো? কখনওই না। কারণ তাঁরা প্রত্যেকে ছিলেন পরিণত। আসলে তাঁরা নিজেরা ক্রিকেটটা বোঝেন।”

    অবশ্যই পড়ুন: হামিদের পর বাদ পড়লেন হিরোশি, ISL শুরু আগেই বিপদে ইস্টবেঙ্গল?

    এদিন ক্রিকেটে জয় শাহের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে হক বলেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া লিগের সাথে বিশ্বকাপের তুলনা করা যায় না। এখন সবটাই রাজনীতি হয়ে গিয়েছে। যাঁরা কোনও দিন ব্যাটই ধরেননি, তাঁরাই আজ সিদ্ধান্ত নিচ্ছেন। আপনাদের ক্ষেত্রে জয় শাহ, তিনি কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে কখনই ব্যাট ধরেননি। আর আমাদের দেশের ক্রীড়া উপদেষ্টা বলছেন, বাংলাদেশের ভারতে যাওয়া উচিত নয়। এটা বিশ্বকাপ, এটা IPL নয়। IPL ঘরোয়া টুর্নামেন্ট। বিশ্বকাপ আন্তর্জাতিক ইভেন্ট। এখানে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য মানায় না।” এক কথায়। এদিন নিজের দেশের বোড কর্তাদেরও এক হাত নেন হক।

    হক এও বলেন, “মুস্তাফিজুরের বদলে যদি আজ লিটন দাস বা সৌম্য সরকাররা হতেন, তাহলে কি একই সিদ্ধান্ত নেওয়া হতো? এটা আসলে ধর্ম নিয়ে রাজনীতি।” আশরাফুলের বক্তব্য, শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলি যদি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেটাই সবচেয়ে ভাল হবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে তিনি নিজেও সন্দেহে ভুগছেন যে আদৌ বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা।

    Click here to Read More
    Previous Article
    হিন্দমোটরে বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণ, পুলিশের জালে হুগলীর তৃণমূল কর্মী
    Next Article
    টিকিট বিক্রি ছাড়াও শতদ্রুর অ্যাকাউন্টে ঢুকেছিল আরও ১০ কোটি, কোথা থেকে এল?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment