Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভোটের আগে স্লোগান বদল, ২৬-এর নির্বাচনে ‘ফাটাফাটি’ খেলার ডাক মমতার

    1 সপ্তাহ আগে

    Mamata Banerjee sets 2026 poll tone with Phatafati slogan
    Mamata Banerjee sets 2026 poll tone with Phatafati slogan

    বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান রাজ্যের রাজনীতিতে বড় সাড়া ফেলেছিল। সেই নির্বাচনে বিপুল জয়ের পর পাঁচ বছর কেটে গিয়েছে। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক লড়াইয়ের স্লোগান কী হবে? এই পরিস্থিতিতেই বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা থেকে ছাব্বিশের ভোটের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    ‘খেলা হবে’র পর নতুন স্লোগান ‘ফাটাফাটি’

    একুশের নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানটি তৃণমূলের বড় অস্ত্র হয়ে উঠেছিল। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এই স্লোগান নিয়ে গানও বেঁধেছিলেন। সেই নির্বাচনে ঘাসফুল শিবির ২০০-র বেশি আসন জিতে সরকার গড়ে। এবার ২৬-এর নির্বাচনেও কি সেই স্লোগানই ফিরবে? এই প্রশ্নের মাঝেই মমতা (Mamata Banerjee) জানালেন, এবারের খেলার নাম বদলেছে। বড়জোড়ার সভা থেকে তিনি বলেন, “এবারকার খেলার নাম হবে ফাটাফাটি।”

    বড়জোড়ার সভা থেকে কটাক্ষ মমতার (Mamata Banerjee)

    ২১-এর নির্বাচনের আগে বিজেপি নেতারা দাবি করেছিলেন, বাংলায় ২০০ পার করবে তারা। শেষ পর্যন্ত বিজেপির ঝুলিতে এসেছিল ৭৭টি আসন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, ২৬-এর নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ আসন পাবে। এই দাবি নিয়েই বড়জোড়ার সভা থেকে কটাক্ষ করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “আগেরবার দু’শো পার বলেছিলেন। পগারপার হয়ে গিয়েছিলেন। এবার জিজ্ঞাসা করুন, ইসবার কিতনা হোগা? আজকে বলেছেন, এবার দুই-তৃতীয়াংশ। এবার তৃণমূল বাংলা জিতে গণতান্ত্রিকভাবে তোমাকে দেশ থেকে পার করবে।”

    তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এদিন মমতা (Mamata Banerjee) বলেন, “যদি করে দাঙ্গা, নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়ব, মরব। কিন্তু, মাথা বিকিয়ে দেব না।” পাশাপাশি তিনি বলেন, “আমাকে যদি এত ভয়, গুলি করে মেরে দাও না।” এরপর আবার ‘খেলা হবে’ প্রসঙ্গে ফিরে মমতা বলেন, “এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কী, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ লাগবে।”

    SIR ও ভোটার তালিকা নিয়ে সতর্কবার্তা

    SIR প্রক্রিয়া নিয়েও এদিন কর্মী-সমর্থকদের স্পষ্ট বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “সবার নাম তুলুন। যদি একজন ন্যায্য ভোটারের নাম বাদ দেয়, তাহলে আন্দোলন দিল্লিতেও হবে, বাংলাতেও হবে।”

    আরও পড়ুনঃ ভোট দিতে পারবেন তো মতুয়ারা? বাংলায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন…

    এদিন ওয়াকফ সম্পত্তি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “আমরা ওয়াকফ সম্পত্তি দখল করতে দেব না। আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না। মন্দির দখল করতে দেব না। গুরুদ্বারও দখল করতে দেব না। আপনারা বুলডোজার চালান, আমরা চালাতে দেব না।” বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এভাবেই ২৬-এর নির্বাচনের আগে রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    শকুনি মামার চ্যালা থেকে দুঃশাসন! নাম না করে শাহকে একের পর এক কটাক্ষ মমতার
    Next Article
    কোচিং ছাড়াই আইনের পথে সাফল্য, CLAT পরীক্ষায় উজ্জ্বল র‍্যাঙ্কে নতুন উদাহরণ

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment