Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে উদ্বিগ্ন ভারত! সমস্যার সমাধানে কী বার্তা দিল দিল্লি?

    1 week ago

    What did India say about the US operation in Venezuela?
    What did India say about the US operation in Venezuela?

    বাংলাহান্ট ডেস্ক: ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণের ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে প্রথম বার মুখ খুলল ভারত (India)। রবিবার দুপুরে বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারত গভীর ভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে পরিস্থিতির উপর নয়াদিল্লি কড়া নজর রাখছে বলেও স্পষ্ট করা হয়েছে। এত দিন ভারত শুধুমাত্র ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করলেও মূল ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

    ভেনেজুয়েলার অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত (India):

    বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষের সুরক্ষা এবং কল্যাণে ভারতের সমর্থন অটুট থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রেখে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে। গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি।

    আরও পড়ুন: ৭ বছর আগেও ছিলেন টেম্পো চালক! আজ বিমান কোম্পানির মালিক, চমকে দেবে শ্রবণের সাফল্যের কাহিনি

    এর আগে শনিবার রাতে ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে একান্ত প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলায় সফর না করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সে দেশে থাকা ভারতীয়দের চলাফেরা সীমিত রাখতে এবং সব সময় কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নির্দিষ্ট ই-মেল আইডি ও ফোন নম্বরও প্রকাশ করা হয় এবং দূতাবাসের তরফে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, তাঁদের প্রথমে হেলিকপ্টারে করে একটি মার্কিন জাহাজে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিউ ইয়র্কে স্থানান্তর করা হয়। পরে রবিবার ভারতীয় সময় ভোরে ব্রুকলিনের একটি ডিটেনশন কেন্দ্রে তাঁদের বন্দি রাখা হয়েছে বলে জানানো হয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও ফুটেজও হোয়াইট হাউস প্রকাশ করেছে।

    What did India say about the US operation in Venezuela?

    আরও পড়ুন: আমেরিকার হাতে বন্দি হয়ে মুখ খুললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট! কী জানালেন তিনি?

    বন্দি হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মাদুরোর একটি সংক্ষিপ্ত মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।” এই ঘটনার পরেই আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। চিন, রাশিয়া, ইরান এবং কিউবার মতো একাধিক দেশ প্রকাশ্যে মার্কিন পদক্ষেপের নিন্দা করেছে। এর মধ্যেই পরিস্থিতির দ্রুত অবসান এবং কূটনৈতিক পথে সমাধানের পক্ষে অবস্থান নিল ভারত।

    Click here to Read More
    Previous Article
    সামনেই টানা ৫ দিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের! তালিকা দেখে ঝটপট বানিয়ে ফেলুন ঘোরার প্ল্যান
    Next Article
    নতুন বছরে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকদের জন্য একাধিক নিয়ম জারি মধ্যশিক্ষা পর্ষদের

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment